মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১২



১. নিচের কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়?

ক. Al খ. Mg গ. Na ঘ. Zn

২. লিমোনাইটের সংকেত কোনটি?

ক. Fe3O4 খ. Fe2O3.3H2O

গ. Fe3O4.2H2O ঘ. Fe2O4

৩. এক মোল অঙ্েিজন উৎপাদনের জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন?

ক. 1F খ. 2F গ. 3F ঘ. 4F

৪. এক মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত হতে প্রয়োজন_

ক. 96500C খ. 2x96500C

গ. 3x96500C ঘ. 4x96500C

৫. ঘধঈষ এর তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না?

ক. সোডিয়াম ধাতু খ. H2

গ. Cl2 ঘ. NaOH

৬. তড়িৎ বিশ্লেষণ একটি_

i. জারণ বিক্রিয়া ii. বিজারণ বিক্রিয়া

iii. জারণ-বিজারণ বিক্রিয়া iv. কোনোটিই নয়

কোনটি সঠিক ?

ক. i খ. ii গ. iii ঘ. iv

৭. কোনটি তড়িৎ অবিশ্লেষ্য?

ক. চিনি খ. Nacl গ. H2SO4 মিশ্রিত পানি

৮. Cu বিশুদ্ধকরণে অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে?

ক. Cu�Cu2++2e-

খ. Cu�Cu2+-2e-

গ. Cu2++2e-�Cu

ঘ. Cu1++2e-�Cu

৯. তাপ রাসায়নিক সমীকরণে প্রমাণ তাপমাত্রা কত?

ক. 0�C খ. 100�C গ. 25�C ঘ. 273�C

১০. একটি তীব্র এসিড তীব্র ক্ষার প্রশমন তাপ কত?

ক. -57.3KJ খ. 57.3KJ

গ. 63.8KJ ঘ. 74KJ

১১. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২,৮,১৮,৮,১. পর্যায় সারণিতে অবস্থান_

ক. ৪র্থ পর্যায়, গ্রুপ-1 খ. ৫ম পর্যায়, গ্রুপ-8

গ. ৫ম পর্যায়, গ্রুপ-1 ঘ. ৮ম পর্যায়, গ্রুপ-1

১২. আয়োডিনের পারমাণবিক ভর কত?

ক. 96 খ. 112 গ.117 ঘ. 127

১৩. সক্রিয়তার বিবেচনায় কোনটি সঠিক?

ক. Cl>F>Br>1 খ. F>Cl>Br>1

গ. 1>Br>Cl>F ঘ. 1>Cl>Br>F

১৪. কোন বিক্রিয়াটি সংযোজন কিন্তু সংশ্লেষণ নয়?

ক. H2+Cl2=HCL খ. C+O2=CO2

গ. CaO+CO2=CaCO3 ঘ. 2H2+2O2=2H2O2

১৫. প্রবল চাপে কোন বিক্রিয়াটি সংঘটিত হয়?

ক. Pb+s=Pbs খ. C2H2=C+H2

গ. H2O=H2+O2

১৬. CaO+H2=Ca+H2O বিক্রিয়াটিতে কোনটি বিজারক?

ক. Ca খ. H2 গ. CaO ঘ. H2O.

১৭. কৃত্রিম ঘি তৈরিতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়?

ক. Pt চূর্ণ খ. Ni চূর্ণ গ. Zu চূর্ণ ঘ. Cu চূর্ণ

১৮. ১ ক্যালোরি = কত জুল?

ক. 1000 জুল খ. 4.18 জুল গ. 4.50 জুল ঘ. 5.50 জুল

১৯. সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণের- গলনাঙ্ক কত?

ক. 801�C খ. 600�C গ. 700�C ঘ. 500�C

২০. কোনটি জিংকের আকরিক?

ক. ক্যালামাইন খ. বক্সাইট গ. লিমোনাইট ঘ. ইলমেনাইট

২১. ঢালাই লোহায় ম্যাঙ্গানিজের শতকরা পরিমাণ_

ক. 4% খ. 0.4% গ. 1.1% ঘ. 1.10%

২২. কাস্ট আয়রনে শতকরা কতভাগ ম্যাঙ্গানিজ থাকে?

ক. 0.10% খ. 0.4% গ. 2-4.5% ঘ. 3-5.5%

২৩. ক্রাইওলাইটের সংকেত কোনটি?

ক.Na2AlF2 খ. Na3AlF6 গ. ঘNaAlO2 ঘ. Na2AlO3

২৪. ভূত্বকে অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ_

ক. 45% খ. 17% গ. 10% ঘ. 7%

২৫. প্রাণশক্তি মতবাদের প্রতিষ্ঠাতা কে?

ক. নিউটন খ. ভোলার গ. বার্জেলিয়াস ঘ. এডিসন



উত্তরমালা : ১.খ ২.খ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.গ ৭.ক ৮.ক ৯.গ ১০.ক ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.খ ২০.ক ২১.খ ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.গ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন