শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২

পৃথিবী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
(1)প্রাচীনতম দেশ : সানমারিনো; ৩০১ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত।
(2)সর্বাধিক রাষ্ট্রভাষার দেশ : ভারত।
(3)সর্বাধিক ব্যবহৃত ভাষা : মান্দারিন (চীনা); শতাধিক কোটি মানুষ এটি ব্যবহার করে।
(4)বৃহত্তম রাজধানী শহর (জনসংখ্যায়) : টোকিও (জাপান)
(5)বৃহত্তম নগর (জনসংখ্যায়) : সাংহাই (চীন)
(6)উষ্ণতম স্থান : দালোল, দেনাকিল ডিপ্রেসন, ইথিওপিয়া
(7)বৃহত্তম মরুভূমি :
- উষ্ণমণ্ডলীয়: সাহারা, উত্তর আফ্রিকা; ৯১,০০,০০০ বর্গকিলোমিটার।
- উপকূলীয়: আতাকামা, চিলি; ১৩৯,৮৬০ বর্গকিলোমিটার।
- নাতিশীতোষ্ণ: গোবি মরুভূমি, চীন; ১২,৯৫,০০০ বর্গকিলোমিটার।
(8)বৃহত্তম আগ্নেয় দ্বীপ : সুমাত্রা, ইন্দোনেশিয়া; আয়তন ১,৭১,০৬৯ বর্গমাইল
(9)আর্দ্রতম স্থান : মসিনরাম, আসাম, ভারত
(10)আর্দ্রতম জনবসতিপূর্ণ স্থান : বুয়েনা ভেনতিয়া, কলম্বিয়া
(11)শুষ্কতম স্থান : আতাকামা মরুভূমি, চিলি
(12)জনবসতিপূর্ণ শুষ্কতম স্থান: আসওয়ান, মিশর
(13)ছিদ্রায়িত রাষ্ট্র : ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সানমারিনো রাষ্ট্র অবস্থিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন