মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১২


সময়-৫০ মিনিট, পূর্ণমান-৫০
১. মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলে?
(ক) ধ্বনি (খ) শব্দ (গ) বাক্য (ঘ) ভাষা
২. কোনটি পারিভাষিক শব্দ?
(ক) কাগজ (খ) বিশ্ববিদ্যালয় (গ) কলেজ (ঘ) অক্সিজেন
৩. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
(ক) সাহেবান (খ) সাহেবকুল (গ) সাহেবমণ্ডল (ঘ) সাহেবসমূহ
৪. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি?
(ক) ধ্বনিতত্ত্ব (খ) প্রবন্ধ রচনা (গ) ভাবসম্প্রসারণ (ঘ) বিবরণ
৫. ‘এ’ ধ্বনি বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায়?
(ক) আদিতে (খ) মধ্যে (গ) অন্তে (ঘ) আদি ও অন্তে
৬. ‘Pen through the line’-এর সঠিক বাংলা কোনটি?
(ক) লাইনের ওপর কলম ছোড়ো (খ) লাইনের ওপর কলম নিক্ষেপ করো (গ) ছত্রটি মুছে ফেলো (ঘ) ছত্রটি কেটে দাও
৭. কম্পনজাত ধ্বনি কোনটি? (ক) র (খ) চ (গ) ছ (ঘ) ল
৮. ‘সমাস’ শব্দের অর্থ কী?
(ক) বিশ্লেষণ (খ) সংক্ষেপণ বা মিলন
(গ) সংযোজন (ঘ) সংশ্লেষণ
৯. কোনটি স্বভাবতই ‘ণ’-এর উদাহরণ?
(ক) কণিকা বা লাবণ্য বা গণনা (খ) হরিণ (গ) ঋণ (ঘ) রামায়ণ
১০. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
(ক) পবন (খ) গবাক্ষ (গ) পরিচ্ছদ (ঘ) সজ্জন
১১. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
(ক) সমার্থে (খ) বৃহদার্থে
(গ) ক্ষুদ্রার্থে (ঘ) বিপরীতার্থে
১২. ‘আমার জ্বরজ্বর লাগছে’—কোন শব্দের উদাহরণ?
(ক) দ্বিরুক্ত শব্দ (খ) দেশি শব্দ
(গ) তদ্ভব শব্দ (ঘ) তৎসম শব্দ
১৩. কোনটি পূরণবাচক শব্দ? (ক) কুঁড়ি (খ) দোসরা (গ) নবম (ঘ) ২০
১৪. ‘He lives from hand to mouth’-এর বঙ্গানুবাদ হবে—
(ক) সে হাতে রোজগার করে, মুখে খায় (খ) সে কষ্ট করে খায়
(গ) সে দিন আনে দিন খায় (ঘ) সে রোজগারের ওপর খায়
১৫. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
(ক) দ্বীপ (খ) ত্রিকাল (গ) মুখেভাত (ঘ) আশীবিষ
১৬. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
(ক) পকেটমার (খ) গৃহান্তর (গ) প্রভাত (ঘ) আরক্তিম
১৭. অনুবাদে ভাষার কোন রীতি অনুসরণীয়?
(ক) সাধু (খ) চলিত (গ) সাধু বা চলিত রীতির একটি
(ঘ) আঞ্চলিক ভাষা
১৮. ধ্বনি বিপর্যয়-এর উদাহরণ কোনটি?
(ক) মুড়া>মুড়ে (খ) বাক্স>বাস্ক (গ) মোজা>মুজো (ঘ) দেশি>দিশি
১৯. ‘Charity begins at home’—এর সঠিক অনুবাদ কোনটি?
(ক) ইচ্ছা থাকলে উপায় হয় (খ) আপন ঘরই আসল ঘর (গ) উপদেশের চেয়ে কাজ ভালো (ঘ) আগে ঘর তবে পর
২০. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে কী বোঝায়?
(ক) A-কে (খ) An-কে (গ) The-কে (ঘ) A, An ও The-কে
২১. ‘Nero fiddles while Rome burns’-এর সঠিক অনুবাদ কী?
(ক) গরু মেরে জুতো দান (খ) ঝোপ বুঝে কোপ মারা (গ) কারও পৌষ মাস কারও সর্বনাশ (ঘ) রোম জ্বললেও নিরো বাঁশি বাজায়
২২. ‘যারা বাইরের ঠাট বজায় রেখে চলে’-এর অর্থ প্রকাশক বাগ্ধারা কোনটি?
(ক) ব্যাঙের আধুলি (খ) রাশভারী (গ) লেফাফাদুরস্ত (ঘ) ভিজে বেড়াল
২৩. ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী?
(ক) পরোক্ষ কর্ম (খ) প্রযোজক কর্ম (গ) ধাত্বর্থক কর্ম (ঘ) প্রযোজ্য কর্ম
২৪. কোনটি ভাববাচক বিশেষণ?
(ক) শয়ন বা গমন (খ) লবণ (গ) যৌবন (ঘ) বিশ্বনবী
২৫. ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
(ক) মু+ক্ত (খ) মুক্+ত (গ) মুহ+ক্ত (ঘ) মুচ্+ক্ত
২৬. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম কী
(ক) চুক্তিপত্র (খ) মানপত্র (গ) ব্যক্তিগত পত্র (ঘ) আবেদনপত্র
২৭. সরকারি অনুমোদন সাপেক্ষে বৈষয়িক ব্যাপারে লিখিত পত্রের নাম কী?
(ক) আবেদনপত্র (খ) দলিলপত্র (গ) বিজ্ঞপ্তিপত্র (ঘ) চুক্তিপত্র
২৮. জমি বিক্রয় করতে গেলে অগ্রিম কিছু টাকা গ্রহণ করে যে লিখিত চুক্তি হয়, তার নাম কী?
(ক) জমি বিক্রয়নামা (খ) রেজিস্ট্রি দলিল (গ) বায়নানামা (ঘ) অগ্রিম বায়না চুক্তি
২৯. পত্রের প্রধান অংশ কয়টি?
(ক) দুটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) ছয়টি
৩০. পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে উদ্ধরণ চিহ্নের স্থানে কোন অধ্যায়টি ব্যবহার করা হয়? (ক) যা (খ) যে (গ) যথা (ঘ) যেমন
৩১. ‘নীলিমা’ শব্দের সটিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
(ক) নীল+ইমা (খ) নীল+ঈমন (গ) নীল+মা (ঘ) নীল+ইমন
৩২. ‘জলধি’ কোন শব্দ?
(ক) যৌগিক শব্দ (খ) মৌলিক শব্দ
(গ) রূঢ়ি শব্দ (ঘ) যোগরূঢ় শব্দ
৩৩. কোনটি পরিমাণবাচক বিশেষণ?
(ক) মেটে কলসি (খ) হাজারটনি জাহাজ
(গ) দক্ষ কারিগর (ঘ) সিকি পথ
৩৪. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’—‘টাপুর টুপুর’ কোন পদ?
(ক) বিশেষ্য (খ) ক্রিয়া
(গ) অব্যয় (ঘ) সর্বনাম
৩৫. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
(ক) অশনি (খ) ব্যোম
(গ)বিভাবরী (ঘ) নীলাম্বু
৩৬. কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ?
(ক) সাতাশ হতো যদি এক শ সাতাশ
(খ) আমি সমিতিতে ২৫ টাকা চাঁদা দিয়েছিলাম
(গ) তোমার যা খুশি করো, আমি বিদায় হলাম (ঘ) প্রদীপ নিভে গেল
৩৭. বিদেশি ধাতু কোনটি? (ক) ছাষ্ (খ) ডর্ (গ) গড়্ (ঘ) বুধ্
৩৮. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
(ক) শূন্য (খ) ষষ্ঠী (গ) দ্বিতীয় (ঘ) চতুর্থী
৩৯. ‘আলপিন’ কোন ভাষার শব্দ?
(ক) পর্তুগিজ (খ) ওলন্দাজ (গ) গুজরাটি (ঘ) তুর্কি
৪০. ‘রোগ হলে ওষুধ খাবে’— ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে?
(ক) বিধান (খ) আদেশ (গ) অনুরোধ (ঘ) অনুনয়
৪১. ‘সৎ পাত্রে কন্যা দান’—‘সৎ পাত্রে’ পদটিতে কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে?
(ক) কর্মে সপ্তমী (খ) অপাদানে সপ্তমী
(গ) করণে সপ্তমী (ঘ) সম্প্রদানে সপ্তমী
৪২. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
(ক) শব্দ বিভক্তি (খ) ক্রিয়া বিভক্তি (গ) প্রত্যয় (ঘ) উপসর্গ
৪৩. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?
(ক) আসাম (খ) পশ্চিমবঙ্গ (গ) গুজরাট (ঘ) উত্তর প্রদেশ
৪৪. ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণীর?
(ক) তৎসম (খ) দেশি (গ) বিদেশি (গ) মিশ্র
৪৫. ‘এ পথে চলা যায় না’—বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্মবাচ্য (খ) কর্মকর্তৃবাচ্য (গ) কর্তৃবাচ্য (ঘ) ভাববাচ্য
৪৬. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহূত হয় তার নাম কী?
(ক) দাঁড়ি (খ) কোলন (গ) সেমিকোলন (ঘ) কমা
৪৭. ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগ্ধারা কোনটি?
(ক) অদৃষ্টের পরিহাস (খ) একাদশে বৃহস্পতি
(গ) অন্ধকারে লেখা (ঘ) কেউ ফেরৎ
৪৮. বাংলা চিঠিপত্র রচনার পেছনে কোন ভাষার প্রভাব বিদ্যমান?
(ক) সংস্কৃত (খ) ফারসি (গ) বৈদিক (গ) ইংরেজি
৪৯. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’—বাক্যটিতে অনুসর্গ ব্যবহূত হয়েছে—
(ক) প্রাতিপদিকের পরে (খ) বিশেষণের পরে
(গ) বিভক্তিযুক্ত শব্দের আগে (ঘ) প্রাতিপদিকের আগে
৫০. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
(ক) ফল (খ) ফলা (গ) ফলাই (ঘ) ফলের।

সঠিক উত্তর: ১। ঘ ২। খ ৩। ক ৪। ক ৫। ক ৬। ঘ ৭। ক ৮। খ ৯। ক ১০। খ ১১। গ ১২। ক ১৩। গ ১৪। গ ১৫। ক ১৬। ক ১৭। গ ১৮। খ ১৯। ঘ ২০। গ ২১। গ ২২। গ ২৩। গ ২৪। ক ২৫। ঘ ২৬। ঘ ২৭। খ ২৭। খ ২৮। গ ২৯। ক ৩০। খ ৩১। ঘ ৩২। ঘ ৩৩। গ ৩৪। গ ৩৫। খ ৩৬। ক ৩৭। খ ৩৮। খ ৩৯। ক ৪০। ক ৪১। ঘ ৪২। ঘ ৪৩। খ ৪৪। ঘ ৪৫। ঘ ৪৬। ঘ ৪৭। খ ৪৮। ঘ ৪৯। ক ৫০। খ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন