২৯. নাসিরউদ্দিন মাহমুদ কত সালে বাংলার সিংহাসনে বসেন?
উত্তর : ১৪৪২ সালে।
৩০. কে জালাল উদ্দিন মুহম্মদ নাম ধারণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : রাজা গণেশের ছেলে যদু সেন।
৩১. কার পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচিত হয়?
উত্তর : পরাগল খান ও ছুটি খান।
৩২. কোন মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন?
উত্তর : ইলিয়াস শাহ।
৩৩. মালদহের বড় পাণ্ড্রুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন।
উত্তর : সিকান্দার শাহ।
৩৪. গৌড়ের কদম রসুল ও বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর : নসরত শাহ।
৩৫. উত্তর আফ্রিকার পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় কার আমলে এসেছিলেন?
উত্তর : মুহম্মদ বিন তুঘলক।
৩৬. কার শাসনামলে পীর খান জাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন?
উত্তর : নাসিরুদ্দীন মুহাম্মদ শাহ।
৩৭. বাংলার কোন শাসনকর্তার সময় হজরত শাহজালাল (র.) ধর্ম প্রচারে বাংলায় আসেন?
উত্তর : সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ।
৩৮. আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল কোথায়?
উত্তর : একডালা।
৩৯. সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত_
উত্তর : রৌপ্য মুদ্রা।
৪০. কোন সম্রাট অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমণ করেন?
উত্তর : বখতিয়ার খিলজী।
৪১. বখতিয়ার খিলজী কোন স্থানে মৃত্যুবরণ করেন?
উত্তর : দেবকোটে।
মুঘল আমল
১. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।
২. বাবরের মৃত্যুর পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন?
উত্তর : নাসির উদ্দিন মুহম্মদ হুমায়ুন।
৩. কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়?
উত্তর : রাজমহলের যুদ্ধ।
৪. লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজমণ্ডিত স্থাপত্য নিদর্শন কি?
উত্তর : পরিবিবির মাজার।
৫. লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরি করেন?
উত্তর : শায়েস্তা খান।
৬. পরিবিধি কে ছিলেন?
উত্তর : নবাব শায়েস্তা খানের কন্যা।
৭. পরিবিধির আসল নাম কি?
উত্তর : ইরান দুখত।
৮. শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যু হয় কত সালে?
উত্তর : ১৬৮৪ সালে।
৯. শায়েস্তা খান কে ছিলেন?
উত্তর : শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।
১০. শায়েস্তা খানের পূর্ণ নাম কি?
উত্তর : মির্জা আবু তালেব ওরফে শায়েস্তা খান।
১১. শায়েস্তা খান কত সালে সুবেদার হয়ে বাংলায় আসেন?
উত্তর : ১৬৬৪ সালে।
১২. শায়েস্তা খান কত সালে দ্বিতীয়বার ঢাকায় আসেন?
উত্তর : ১৬৭৮ সালে।
১৩. শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন?
উত্তর : ২৪ বছর।
১৪. শায়েস্তা খান ঢাকায় কোথায় থাকতেন?
উত্তর : মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে, বুড়িগঙ্গার তীরে।
১৫. কত সালে সুবেদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন?
উত্তর : ১৬১০ সালে।
১৬. কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয়?
উত্তর : যুবরাজ মোহাম্মদ আজমের আমলে।
১৭. শাহ মোহাম্মদ আজম কে ছিলেন?
উত্তর : সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।
১৮. শাহ মোহাম্মদ আজম কত সালে লালবাগ দুর্গের কাজ শুরু করেন?
উত্তর : ১৬৭৮ সালে।
১৯. শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন?
উত্তর : কিল্লা আওরঙ্গবাদ।
২০. লালবাগ দুর্গ প্রাঙ্গণের দৈর্ঘ্য কত?
উত্তর : পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট।
২১. কাদের রাজত্বকালে বিশ্ববিখ্যাত মসলিন বস্ত্র তৈরি হতো?
উত্তর : মুঘল আমলে।
উত্তর : ১৪৪২ সালে।
৩০. কে জালাল উদ্দিন মুহম্মদ নাম ধারণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন?
উত্তর : রাজা গণেশের ছেলে যদু সেন।
৩১. কার পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচিত হয়?
উত্তর : পরাগল খান ও ছুটি খান।
৩২. কোন মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন?
উত্তর : ইলিয়াস শাহ।
৩৩. মালদহের বড় পাণ্ড্রুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন।
উত্তর : সিকান্দার শাহ।
৩৪. গৌড়ের কদম রসুল ও বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর : নসরত শাহ।
৩৫. উত্তর আফ্রিকার পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় কার আমলে এসেছিলেন?
উত্তর : মুহম্মদ বিন তুঘলক।
৩৬. কার শাসনামলে পীর খান জাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন?
উত্তর : নাসিরুদ্দীন মুহাম্মদ শাহ।
৩৭. বাংলার কোন শাসনকর্তার সময় হজরত শাহজালাল (র.) ধর্ম প্রচারে বাংলায় আসেন?
উত্তর : সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ।
৩৮. আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল কোথায়?
উত্তর : একডালা।
৩৯. সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত_
উত্তর : রৌপ্য মুদ্রা।
৪০. কোন সম্রাট অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমণ করেন?
উত্তর : বখতিয়ার খিলজী।
৪১. বখতিয়ার খিলজী কোন স্থানে মৃত্যুবরণ করেন?
উত্তর : দেবকোটে।
মুঘল আমল
১. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।
২. বাবরের মৃত্যুর পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন?
উত্তর : নাসির উদ্দিন মুহম্মদ হুমায়ুন।
৩. কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়?
উত্তর : রাজমহলের যুদ্ধ।
৪. লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজমণ্ডিত স্থাপত্য নিদর্শন কি?
উত্তর : পরিবিবির মাজার।
৫. লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরি করেন?
উত্তর : শায়েস্তা খান।
৬. পরিবিধি কে ছিলেন?
উত্তর : নবাব শায়েস্তা খানের কন্যা।
৭. পরিবিধির আসল নাম কি?
উত্তর : ইরান দুখত।
৮. শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যু হয় কত সালে?
উত্তর : ১৬৮৪ সালে।
৯. শায়েস্তা খান কে ছিলেন?
উত্তর : শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।
১০. শায়েস্তা খানের পূর্ণ নাম কি?
উত্তর : মির্জা আবু তালেব ওরফে শায়েস্তা খান।
১১. শায়েস্তা খান কত সালে সুবেদার হয়ে বাংলায় আসেন?
উত্তর : ১৬৬৪ সালে।
১২. শায়েস্তা খান কত সালে দ্বিতীয়বার ঢাকায় আসেন?
উত্তর : ১৬৭৮ সালে।
১৩. শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন?
উত্তর : ২৪ বছর।
১৪. শায়েস্তা খান ঢাকায় কোথায় থাকতেন?
উত্তর : মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে, বুড়িগঙ্গার তীরে।
১৫. কত সালে সুবেদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন?
উত্তর : ১৬১০ সালে।
১৬. কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয়?
উত্তর : যুবরাজ মোহাম্মদ আজমের আমলে।
১৭. শাহ মোহাম্মদ আজম কে ছিলেন?
উত্তর : সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।
১৮. শাহ মোহাম্মদ আজম কত সালে লালবাগ দুর্গের কাজ শুরু করেন?
উত্তর : ১৬৭৮ সালে।
১৯. শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন?
উত্তর : কিল্লা আওরঙ্গবাদ।
২০. লালবাগ দুর্গ প্রাঙ্গণের দৈর্ঘ্য কত?
উত্তর : পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট।
২১. কাদের রাজত্বকালে বিশ্ববিখ্যাত মসলিন বস্ত্র তৈরি হতো?
উত্তর : মুঘল আমলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন