অধ্যায়-১৬
১. ডিটারজেন্ট কোন ধরনের পদার্থ?
ক. সিনথেটিক-জাতীয় খ. তৈল-জাতীয়
গ. ক্ষারীয় ঘ. অম্লীয়
২. সাবানের মূল উপাদান কোনটি? ক. রঞ্জক
খ. সুগন্ধি গ. কস্টিক সোডা ঘ. সোডিয়াম সিলিকেট
৩. গোসলের জন্য কোন সাবান ব্যবহার করা হয়?
ক. লন্ড্রি সাবান খ. ফ্লেইক সাবান
গ. শেভিং সাবান ঘ. টয়লেট সাবান
৪. প্লাস্টিকের চেয়ার পরিষ্কার করতে কোনটি ব্যবহূত হয়? ক. বার সাবান খ. মেটাল পলিশ
গ. উইন্ডো ক্লিনার ঘ. অ্যালকোহল-জাতীয় তরল
৫. সাবানের চেয়ে ডিটারজেন্ট ব্যবহারের সুবিধা বেশি. কারণ কী?
i. টিউবওয়েলের পানিতে উত্তম ফেনা দেয়
ii. ঠান্ডা পানিতে দ্রুত গলে যায়
iii. কঠিন তলের ভেতর প্রবেশ করে ময়লা পরিষ্কার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. শেভিং সাবানের উপাদান কোনটি?
ক. কস্টিক পটাশ খ. কস্টিক সোডা
গ. সিলিকেট ঘ. সোপ স্টোন পাউডার
৭. লন্ড্রি সাবানের উপাদান কোনটি?
ক. কস্টিক সোপ খ. কস্টিক পটাশ
গ. স্টিয়ারিক এসিড ঘ. তেল
৮. কোন সাবানে অতিরিক্ত স্টিয়ারিক এসিড ব্যবহূত হয়?
ক. দানা সাবান খ. শেভিং সাবান
গ. লন্ড্রি সাবান ঘ. টয়লেট সাবান
৯. উদ্ভিজ্জ তেল কোন সাবানের উপাদান?
ক. লন্ড্রি সাবান খ. টয়লেট সাবান
গ. দানা সাবান ঘ. শেভিং সাবান
১০. কোন সাবানে সাধারণত সুগন্ধ ও জীবাণুনাশক থাকে না? ক. লন্ড্রি সাবান খ. দানা সাবান
গ. শেভিং সাবান ঘ. টয়লেট সাবান
১১. লন্ড্রি সাবানের উপাদান কী?
i. চর্বি ii. রঞ্জক iii. কস্টিক সোডা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. শেভিং সাবান কী? i. পেস্টের মতো নরম
ii. প্যাকেটে বাজারজাত করা হয়
iii. দীর্ঘস্থায়ী ফেনা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুমনদের পুকুরে গ্রামের সবাই গোসল করে, কাপড় পরিষ্কার করে এবং রান্নার পানি সংগ্রহ করে. কিছুদিন পর দেখা গেল পুকুরের মাছ মারা যাচ্ছে এবং পানি দূষিত হয়ে পড়ছে।
১৩. মাছগুলো মারা যাওয়ার জন্য কোন কারণটি সবচেয়ে দায়ী?ক. অনেক মানুষের গোসল করা
খ. পুকুরের পানি পচে যাওয়া
গ. অধিক পরিমাণে সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করা
ঘ. পানির ওপর সাবানের ফেনা ভেসে থাকা
১৪. মাছের মৃত্যু ও পানিদূষণ রোধে গ্রামের লোকদের কী উচিত ?
i. কম সাবান ব্যবহার করা
ii. কাপড় কাচতে ডিটারজেন্ট ব্যবহার করা
iii. পানি তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় কাপড় পরিষ্কার করা
কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর: অধ্যায়-১৬: ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ।
১. ডিটারজেন্ট কোন ধরনের পদার্থ?
ক. সিনথেটিক-জাতীয় খ. তৈল-জাতীয়
গ. ক্ষারীয় ঘ. অম্লীয়
২. সাবানের মূল উপাদান কোনটি? ক. রঞ্জক
খ. সুগন্ধি গ. কস্টিক সোডা ঘ. সোডিয়াম সিলিকেট
৩. গোসলের জন্য কোন সাবান ব্যবহার করা হয়?
ক. লন্ড্রি সাবান খ. ফ্লেইক সাবান
গ. শেভিং সাবান ঘ. টয়লেট সাবান
৪. প্লাস্টিকের চেয়ার পরিষ্কার করতে কোনটি ব্যবহূত হয়? ক. বার সাবান খ. মেটাল পলিশ
গ. উইন্ডো ক্লিনার ঘ. অ্যালকোহল-জাতীয় তরল
৫. সাবানের চেয়ে ডিটারজেন্ট ব্যবহারের সুবিধা বেশি. কারণ কী?
i. টিউবওয়েলের পানিতে উত্তম ফেনা দেয়
ii. ঠান্ডা পানিতে দ্রুত গলে যায়
iii. কঠিন তলের ভেতর প্রবেশ করে ময়লা পরিষ্কার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. শেভিং সাবানের উপাদান কোনটি?
ক. কস্টিক পটাশ খ. কস্টিক সোডা
গ. সিলিকেট ঘ. সোপ স্টোন পাউডার
৭. লন্ড্রি সাবানের উপাদান কোনটি?
ক. কস্টিক সোপ খ. কস্টিক পটাশ
গ. স্টিয়ারিক এসিড ঘ. তেল
৮. কোন সাবানে অতিরিক্ত স্টিয়ারিক এসিড ব্যবহূত হয়?
ক. দানা সাবান খ. শেভিং সাবান
গ. লন্ড্রি সাবান ঘ. টয়লেট সাবান
৯. উদ্ভিজ্জ তেল কোন সাবানের উপাদান?
ক. লন্ড্রি সাবান খ. টয়লেট সাবান
গ. দানা সাবান ঘ. শেভিং সাবান
১০. কোন সাবানে সাধারণত সুগন্ধ ও জীবাণুনাশক থাকে না? ক. লন্ড্রি সাবান খ. দানা সাবান
গ. শেভিং সাবান ঘ. টয়লেট সাবান
১১. লন্ড্রি সাবানের উপাদান কী?
i. চর্বি ii. রঞ্জক iii. কস্টিক সোডা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. শেভিং সাবান কী? i. পেস্টের মতো নরম
ii. প্যাকেটে বাজারজাত করা হয়
iii. দীর্ঘস্থায়ী ফেনা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুমনদের পুকুরে গ্রামের সবাই গোসল করে, কাপড় পরিষ্কার করে এবং রান্নার পানি সংগ্রহ করে. কিছুদিন পর দেখা গেল পুকুরের মাছ মারা যাচ্ছে এবং পানি দূষিত হয়ে পড়ছে।
১৩. মাছগুলো মারা যাওয়ার জন্য কোন কারণটি সবচেয়ে দায়ী?ক. অনেক মানুষের গোসল করা
খ. পুকুরের পানি পচে যাওয়া
গ. অধিক পরিমাণে সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করা
ঘ. পানির ওপর সাবানের ফেনা ভেসে থাকা
১৪. মাছের মৃত্যু ও পানিদূষণ রোধে গ্রামের লোকদের কী উচিত ?
i. কম সাবান ব্যবহার করা
ii. কাপড় কাচতে ডিটারজেন্ট ব্যবহার করা
iii. পানি তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় কাপড় পরিষ্কার করা
কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর: অধ্যায়-১৬: ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন