শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০১২



*তুর্কী এর ইস্তাম্বুল হচ্ছে একমাত্র শহর যা দুইটা মহাদেশ এর মধ্যে অবস্থিত
*মানুষ ৩০০ হাড় নিয়ে জন্ম নেয় কিন্তু বড় হবার পর শুধু ২০৬ টা হাড় থাকে...
এর কারন অনেকে জিজ্ঞেস করেছিল আগে এর কারন “ এদের মধ্যে অনেকগুলো একটি আরেকটির সাথে জোড়া লেগে একটি হাড় গঠন করে
*কোলগেট, যেসব দেশে স্প্যানিশ বলা হত সেসব দেশে মার্কেটিং এর জন্য অনেক বাঁধাগ্রস্থ হও কারন স্প্যানিশ এ কোলগেট এর অর্থ “ যাও গলায় দড়ি দাও” কার এত সখ হইছে গলায় দড়ি দেয়ার

*সুস্থ দেহে রক্তের গতিবেগ ঘণ্টায় সাত মাইল।
*আমেরিকার ব্ল্যাক উইডো মাকড়সা এতই বিষাক্ত যে এক কামড়ে মানুষকে মেরে ফেলতে পারে।

*মিকি মাউস নামের কার্টুনের ইঁদুরটাকে চিনেন তো? মিকি মাউসের স্রষ্টা ওয়াল্ট ডিজনি। মজার বিষয় হলো, ডিজনি সাহেব নিজেই ইঁদুরকে মারাত্মক ভয় পেতেন।

*নীল চোখের মানুষ অন্ধকারে ভালো দেখতে পায়।

***বড় আকারের ক্যাঙ্গারু এক লাফে পেরোতে পারে ৩০ ফুট। অলিম্পিকে ওদের সুযোগ দেওয়া উচিত্‍ ছিল***

***পোকাখেকো বাজপাখির দৃষ্টিশক্তি খুবই প্রখর। আধামাইল দূর থেকেও একটা ফড়িংকে ঠিক ঠিক শনাক্ত করতে পারে।***

**প্রজাপতির চোখের সংখ্যা ১২ হাজার!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন