মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০১২

দেব বংশ

১. দেব রাজবংশের রাজাদের রাজধানীর নাম কি ছিল?

উত্তর : দেবপর্বত।

২. দেবপর্বত কোথায় অবস্থিত ছিল?

উত্তর : কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিণাংশে।

৩. দেব বংশের রাজত্বকাল কখন ছিল বলে অনুমান করা হয়?

উত্তর : ৭৪০-৮৯৯ খ্রিঃ

সেন বংশ

১. সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা কে?

উত্তর : সামন্ত সেন।

২. সেন রাজাদের পূর্ব পুরুষরা কোন দেশের অধিবাসী ছিলেন।

উত্তর : দাক্ষিণাত্যের কর্ণাটক।

৩. কার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীনে আসে?

উত্তর : বিজয় সেনের।

৪. বিজয় সেনের রাজত্বকাল কোন সময় পর্যন্ত বিস্তৃত ছিল?

উত্তর : ১০৯৮-১১৬০ খ্রিঃ

৫. সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা কে?

উত্তর : বিজয় সেন।

৬. সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে?

উত্তর : বিজয় সেন।

৭. বিজয় সেনের দ্বিতীয় রাজধানী কোথায়?

উত্তর : ঢাকা জেলার বিক্রমপুরে (রামপাল)।

৮. কৌলিন্য প্রথার প্রবর্তক কে?

উত্তর : বল্লাল সেন।

৯. সেন বংশের সর্বশেষ রাজা কে?

উত্তর : লক্ষণ সেন।

১০. বাংলার শেষ হিন্দু রাজা কে ছিলেন?

উত্তর : লক্ষণ সেন।

১১. সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধী কার ছিল?

উত্তর : লক্ষ্মণ সেনের।

১২. লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল?

উত্তর : গৌড় ও নদীয়ায়।

১৩. সেন বংশের অবসান ঘটে কবে?

উত্তর : ত্রয়োদশ শতকে।

১৪. কোন বাঙালি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মহাধ্যক্ষ পদ অলঙ্কৃত করেন।

উত্তর : শীলভদ্র।
২৯. নাসিরউদ্দিন মাহমুদ কত সালে বাংলার সিংহাসনে বসেন?

উত্তর : ১৪৪২ সালে।

৩০. কে জালাল উদ্দিন মুহম্মদ নাম ধারণ করে বাংলার সিংহাসনে আরোহণ করেন?

উত্তর : রাজা গণেশের ছেলে যদু সেন।

৩১. কার পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচিত হয়?

উত্তর : পরাগল খান ও ছুটি খান।

৩২. কোন মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন?

উত্তর : ইলিয়াস শাহ।

৩৩. মালদহের বড় পাণ্ড্রুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন।

উত্তর : সিকান্দার শাহ।

৩৪. গৌড়ের কদম রসুল ও বড় সোনা মসজিদ কে নির্মাণ করেন?

উত্তর : নসরত শাহ।

৩৫. উত্তর আফ্রিকার পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় কার আমলে এসেছিলেন?

উত্তর : মুহম্মদ বিন তুঘলক।

৩৬. কার শাসনামলে পীর খান জাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন?

উত্তর : নাসিরুদ্দীন মুহাম্মদ শাহ।

৩৭. বাংলার কোন শাসনকর্তার সময় হজরত শাহজালাল (র.) ধর্ম প্রচারে বাংলায় আসেন?

উত্তর : সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ।

৩৮. আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল কোথায়?

উত্তর : একডালা।

৩৯. সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত_

উত্তর : রৌপ্য মুদ্রা।

৪০. কোন সম্রাট অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমণ করেন?

উত্তর : বখতিয়ার খিলজী।

৪১. বখতিয়ার খিলজী কোন স্থানে মৃত্যুবরণ করেন?

উত্তর : দেবকোটে।

মুঘল আমল

১. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : জহিরউদ্দিন মুহাম্মদ বাবর।

২. বাবরের মৃত্যুর পর বাংলার মসনদে কে উপবিষ্ট হন?

উত্তর : নাসির উদ্দিন মুহম্মদ হুমায়ুন।

৩. কোন যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়?

উত্তর : রাজমহলের যুদ্ধ।

৪. লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজমণ্ডিত স্থাপত্য নিদর্শন কি?

উত্তর : পরিবিবির মাজার।

৫. লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরি করেন?

উত্তর : শায়েস্তা খান।

৬. পরিবিধি কে ছিলেন?

উত্তর : নবাব শায়েস্তা খানের কন্যা।

৭. পরিবিধির আসল নাম কি?

উত্তর : ইরান দুখত।

৮. শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যু হয় কত সালে?

উত্তর : ১৬৮৪ সালে।

৯. শায়েস্তা খান কে ছিলেন?

উত্তর : শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।

১০. শায়েস্তা খানের পূর্ণ নাম কি?

উত্তর : মির্জা আবু তালেব ওরফে শায়েস্তা খান।

১১. শায়েস্তা খান কত সালে সুবেদার হয়ে বাংলায় আসেন?

উত্তর : ১৬৬৪ সালে।

১২. শায়েস্তা খান কত সালে দ্বিতীয়বার ঢাকায় আসেন?

উত্তর : ১৬৭৮ সালে।

১৩. শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন?

উত্তর : ২৪ বছর।

১৪. শায়েস্তা খান ঢাকায় কোথায় থাকতেন?

উত্তর : মিটফোর্ড হাসপাতাল প্রাঙ্গণে, বুড়িগঙ্গার তীরে।

১৫. কত সালে সুবেদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন?

উত্তর : ১৬১০ সালে।

১৬. কার আমলে লালবাগের শাহী মসজিদ নির্মিত হয়?

উত্তর : যুবরাজ মোহাম্মদ আজমের আমলে।

১৭. শাহ মোহাম্মদ আজম কে ছিলেন?

উত্তর : সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।

১৮. শাহ মোহাম্মদ আজম কত সালে লালবাগ দুর্গের কাজ শুরু করেন?

উত্তর : ১৬৭৮ সালে।

১৯. শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন?

উত্তর : কিল্লা আওরঙ্গবাদ।

২০. লালবাগ দুর্গ প্রাঙ্গণের দৈর্ঘ্য কত?

উত্তর : পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট।

২১. কাদের রাজত্বকালে বিশ্ববিখ্যাত মসলিন বস্ত্র তৈরি হতো?

উত্তর : মুঘল আমলে।
► বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপীলিকা (Pipilika)।
► প্রথম বাংলাদেশী হিসেবে সাজিদ আলী হাওলাদার কোনো প্রাণী আবিষ্কার করেন।
► গ্রে উলফ নামে পরিচিত : কামাল আতাতুর্ক।
► জাতিসংঘ সনদের রচয়িতা : Archibald Macleish.
► বিশ্বের বৃহত্তম লাইব্রেরি : লাইব্রেরি অব কংগ্রেস।
► কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।।
► পৃথিবীতে মোট ৩০০০ এরও বেশি প্রজাতির মশা আছে!!
► UNFPA বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটিতে পৌঁছার দিন পালন করে ৩১ অক্টোবর ২০১১।
► লিবিয়ার সাবেক নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি নিহত হন ২০ অক্টোবর ২০১১।
► স্টিব জবস মারা যান কবে ৫ অক্টোবর ২০১১।
► কাশি যদি না কমে সেই ক্ষেত্রে তুলসী পাতা এবং আদা পিষে মধুর সঙ্গে মিশিয়ে খান, এতে উপকার পাবেন ৷


১. নিচের কোন ধাতুটি কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়?

ক. Al খ. Mg গ. Na ঘ. Zn

২. লিমোনাইটের সংকেত কোনটি?

ক. Fe3O4 খ. Fe2O3.3H2O

গ. Fe3O4.2H2O ঘ. Fe2O4

৩. এক মোল অঙ্েিজন উৎপাদনের জন্য কত ফ্যারাডে বিদ্যুৎ প্রয়োজন?

ক. 1F খ. 2F গ. 3F ঘ. 4F

৪. এক মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত হতে প্রয়োজন_

ক. 96500C খ. 2x96500C

গ. 3x96500C ঘ. 4x96500C

৫. ঘধঈষ এর তড়িৎ বিশ্লেষণে কোনটি উৎপন্ন হয় না?

ক. সোডিয়াম ধাতু খ. H2

গ. Cl2 ঘ. NaOH

৬. তড়িৎ বিশ্লেষণ একটি_

i. জারণ বিক্রিয়া ii. বিজারণ বিক্রিয়া

iii. জারণ-বিজারণ বিক্রিয়া iv. কোনোটিই নয়

কোনটি সঠিক ?

ক. i খ. ii গ. iii ঘ. iv

৭. কোনটি তড়িৎ অবিশ্লেষ্য?

ক. চিনি খ. Nacl গ. H2SO4 মিশ্রিত পানি

৮. Cu বিশুদ্ধকরণে অ্যানোডে কোন বিক্রিয়া ঘটে?

ক. Cu�Cu2++2e-

খ. Cu�Cu2+-2e-

গ. Cu2++2e-�Cu

ঘ. Cu1++2e-�Cu

৯. তাপ রাসায়নিক সমীকরণে প্রমাণ তাপমাত্রা কত?

ক. 0�C খ. 100�C গ. 25�C ঘ. 273�C

১০. একটি তীব্র এসিড তীব্র ক্ষার প্রশমন তাপ কত?

ক. -57.3KJ খ. 57.3KJ

গ. 63.8KJ ঘ. 74KJ

১১. একটি মৌলের ইলেকট্রন বিন্যাস ২,৮,১৮,৮,১. পর্যায় সারণিতে অবস্থান_

ক. ৪র্থ পর্যায়, গ্রুপ-1 খ. ৫ম পর্যায়, গ্রুপ-8

গ. ৫ম পর্যায়, গ্রুপ-1 ঘ. ৮ম পর্যায়, গ্রুপ-1

১২. আয়োডিনের পারমাণবিক ভর কত?

ক. 96 খ. 112 গ.117 ঘ. 127

১৩. সক্রিয়তার বিবেচনায় কোনটি সঠিক?

ক. Cl>F>Br>1 খ. F>Cl>Br>1

গ. 1>Br>Cl>F ঘ. 1>Cl>Br>F

১৪. কোন বিক্রিয়াটি সংযোজন কিন্তু সংশ্লেষণ নয়?

ক. H2+Cl2=HCL খ. C+O2=CO2

গ. CaO+CO2=CaCO3 ঘ. 2H2+2O2=2H2O2

১৫. প্রবল চাপে কোন বিক্রিয়াটি সংঘটিত হয়?

ক. Pb+s=Pbs খ. C2H2=C+H2

গ. H2O=H2+O2

১৬. CaO+H2=Ca+H2O বিক্রিয়াটিতে কোনটি বিজারক?

ক. Ca খ. H2 গ. CaO ঘ. H2O.

১৭. কৃত্রিম ঘি তৈরিতে কোনটি প্রভাবক হিসেবে ব্যবহার করা হয়?

ক. Pt চূর্ণ খ. Ni চূর্ণ গ. Zu চূর্ণ ঘ. Cu চূর্ণ

১৮. ১ ক্যালোরি = কত জুল?

ক. 1000 জুল খ. 4.18 জুল গ. 4.50 জুল ঘ. 5.50 জুল

১৯. সোডিয়াম ক্লোরাইড ও ক্যালসিয়াম ক্লোরাইডের মিশ্রণের- গলনাঙ্ক কত?

ক. 801�C খ. 600�C গ. 700�C ঘ. 500�C

২০. কোনটি জিংকের আকরিক?

ক. ক্যালামাইন খ. বক্সাইট গ. লিমোনাইট ঘ. ইলমেনাইট

২১. ঢালাই লোহায় ম্যাঙ্গানিজের শতকরা পরিমাণ_

ক. 4% খ. 0.4% গ. 1.1% ঘ. 1.10%

২২. কাস্ট আয়রনে শতকরা কতভাগ ম্যাঙ্গানিজ থাকে?

ক. 0.10% খ. 0.4% গ. 2-4.5% ঘ. 3-5.5%

২৩. ক্রাইওলাইটের সংকেত কোনটি?

ক.Na2AlF2 খ. Na3AlF6 গ. ঘNaAlO2 ঘ. Na2AlO3

২৪. ভূত্বকে অ্যালুমিনিয়ামের শতকরা পরিমাণ_

ক. 45% খ. 17% গ. 10% ঘ. 7%

২৫. প্রাণশক্তি মতবাদের প্রতিষ্ঠাতা কে?

ক. নিউটন খ. ভোলার গ. বার্জেলিয়াস ঘ. এডিসন



উত্তরমালা : ১.খ ২.খ ৩.ঘ ৪.গ ৫.ক ৬.গ ৭.ক ৮.ক ৯.গ ১০.ক ১১.গ ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.ক ১৬.খ ১৭.খ ১৮.খ ১৯.খ ২০.ক ২১.খ ২২.খ ২৩.খ ২৪.ঘ ২৫.গ

সময়-৫০ মিনিট, পূর্ণমান-৫০
১. মানুষের কণ্ঠনিঃসৃত বাক সংকেতের সংগঠনকে কী বলে?
(ক) ধ্বনি (খ) শব্দ (গ) বাক্য (ঘ) ভাষা
২. কোনটি পারিভাষিক শব্দ?
(ক) কাগজ (খ) বিশ্ববিদ্যালয় (গ) কলেজ (ঘ) অক্সিজেন
৩. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
(ক) সাহেবান (খ) সাহেবকুল (গ) সাহেবমণ্ডল (ঘ) সাহেবসমূহ
৪. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কোনটি?
(ক) ধ্বনিতত্ত্ব (খ) প্রবন্ধ রচনা (গ) ভাবসম্প্রসারণ (ঘ) বিবরণ
৫. ‘এ’ ধ্বনি বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোথায় পাওয়া যায়?
(ক) আদিতে (খ) মধ্যে (গ) অন্তে (ঘ) আদি ও অন্তে
৬. ‘Pen through the line’-এর সঠিক বাংলা কোনটি?
(ক) লাইনের ওপর কলম ছোড়ো (খ) লাইনের ওপর কলম নিক্ষেপ করো (গ) ছত্রটি মুছে ফেলো (ঘ) ছত্রটি কেটে দাও
৭. কম্পনজাত ধ্বনি কোনটি? (ক) র (খ) চ (গ) ছ (ঘ) ল
৮. ‘সমাস’ শব্দের অর্থ কী?
(ক) বিশ্লেষণ (খ) সংক্ষেপণ বা মিলন
(গ) সংযোজন (ঘ) সংশ্লেষণ
৯. কোনটি স্বভাবতই ‘ণ’-এর উদাহরণ?
(ক) কণিকা বা লাবণ্য বা গণনা (খ) হরিণ (গ) ঋণ (ঘ) রামায়ণ
১০. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
(ক) পবন (খ) গবাক্ষ (গ) পরিচ্ছদ (ঘ) সজ্জন
১১. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
(ক) সমার্থে (খ) বৃহদার্থে
(গ) ক্ষুদ্রার্থে (ঘ) বিপরীতার্থে
১২. ‘আমার জ্বরজ্বর লাগছে’—কোন শব্দের উদাহরণ?
(ক) দ্বিরুক্ত শব্দ (খ) দেশি শব্দ
(গ) তদ্ভব শব্দ (ঘ) তৎসম শব্দ
১৩. কোনটি পূরণবাচক শব্দ? (ক) কুঁড়ি (খ) দোসরা (গ) নবম (ঘ) ২০
১৪. ‘He lives from hand to mouth’-এর বঙ্গানুবাদ হবে—
(ক) সে হাতে রোজগার করে, মুখে খায় (খ) সে কষ্ট করে খায়
(গ) সে দিন আনে দিন খায় (ঘ) সে রোজগারের ওপর খায়
১৫. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
(ক) দ্বীপ (খ) ত্রিকাল (গ) মুখেভাত (ঘ) আশীবিষ
১৬. উপপদ তৎপুরুষ সমাস কোনটি?
(ক) পকেটমার (খ) গৃহান্তর (গ) প্রভাত (ঘ) আরক্তিম
১৭. অনুবাদে ভাষার কোন রীতি অনুসরণীয়?
(ক) সাধু (খ) চলিত (গ) সাধু বা চলিত রীতির একটি
(ঘ) আঞ্চলিক ভাষা
১৮. ধ্বনি বিপর্যয়-এর উদাহরণ কোনটি?
(ক) মুড়া>মুড়ে (খ) বাক্স>বাস্ক (গ) মোজা>মুজো (ঘ) দেশি>দিশি
১৯. ‘Charity begins at home’—এর সঠিক অনুবাদ কোনটি?
(ক) ইচ্ছা থাকলে উপায় হয় (খ) আপন ঘরই আসল ঘর (গ) উপদেশের চেয়ে কাজ ভালো (ঘ) আগে ঘর তবে পর
২০. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে কী বোঝায়?
(ক) A-কে (খ) An-কে (গ) The-কে (ঘ) A, An ও The-কে
২১. ‘Nero fiddles while Rome burns’-এর সঠিক অনুবাদ কী?
(ক) গরু মেরে জুতো দান (খ) ঝোপ বুঝে কোপ মারা (গ) কারও পৌষ মাস কারও সর্বনাশ (ঘ) রোম জ্বললেও নিরো বাঁশি বাজায়
২২. ‘যারা বাইরের ঠাট বজায় রেখে চলে’-এর অর্থ প্রকাশক বাগ্ধারা কোনটি?
(ক) ব্যাঙের আধুলি (খ) রাশভারী (গ) লেফাফাদুরস্ত (ঘ) ভিজে বেড়াল
২৩. ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী?
(ক) পরোক্ষ কর্ম (খ) প্রযোজক কর্ম (গ) ধাত্বর্থক কর্ম (ঘ) প্রযোজ্য কর্ম
২৪. কোনটি ভাববাচক বিশেষণ?
(ক) শয়ন বা গমন (খ) লবণ (গ) যৌবন (ঘ) বিশ্বনবী
২৫. ‘মুক্ত’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
(ক) মু+ক্ত (খ) মুক্+ত (গ) মুহ+ক্ত (ঘ) মুচ্+ক্ত
২৬. সুযোগ-সুবিধা প্রার্থনা করে কর্তৃপক্ষের নিকট লিখিত পত্রের নাম কী
(ক) চুক্তিপত্র (খ) মানপত্র (গ) ব্যক্তিগত পত্র (ঘ) আবেদনপত্র
২৭. সরকারি অনুমোদন সাপেক্ষে বৈষয়িক ব্যাপারে লিখিত পত্রের নাম কী?
(ক) আবেদনপত্র (খ) দলিলপত্র (গ) বিজ্ঞপ্তিপত্র (ঘ) চুক্তিপত্র
২৮. জমি বিক্রয় করতে গেলে অগ্রিম কিছু টাকা গ্রহণ করে যে লিখিত চুক্তি হয়, তার নাম কী?
(ক) জমি বিক্রয়নামা (খ) রেজিস্ট্রি দলিল (গ) বায়নানামা (ঘ) অগ্রিম বায়না চুক্তি
২৯. পত্রের প্রধান অংশ কয়টি?
(ক) দুটি (খ) তিনটি (গ) চারটি (ঘ) ছয়টি
৩০. পরোক্ষ উক্তিতে পরিবর্তনের ক্ষেত্রে উদ্ধরণ চিহ্নের স্থানে কোন অধ্যায়টি ব্যবহার করা হয়? (ক) যা (খ) যে (গ) যথা (ঘ) যেমন
৩১. ‘নীলিমা’ শব্দের সটিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
(ক) নীল+ইমা (খ) নীল+ঈমন (গ) নীল+মা (ঘ) নীল+ইমন
৩২. ‘জলধি’ কোন শব্দ?
(ক) যৌগিক শব্দ (খ) মৌলিক শব্দ
(গ) রূঢ়ি শব্দ (ঘ) যোগরূঢ় শব্দ
৩৩. কোনটি পরিমাণবাচক বিশেষণ?
(ক) মেটে কলসি (খ) হাজারটনি জাহাজ
(গ) দক্ষ কারিগর (ঘ) সিকি পথ
৩৪. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর’—‘টাপুর টুপুর’ কোন পদ?
(ক) বিশেষ্য (খ) ক্রিয়া
(গ) অব্যয় (ঘ) সর্বনাম
৩৫. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ কোনটি?
(ক) অশনি (খ) ব্যোম
(গ)বিভাবরী (ঘ) নীলাম্বু
৩৬. কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ?
(ক) সাতাশ হতো যদি এক শ সাতাশ
(খ) আমি সমিতিতে ২৫ টাকা চাঁদা দিয়েছিলাম
(গ) তোমার যা খুশি করো, আমি বিদায় হলাম (ঘ) প্রদীপ নিভে গেল
৩৭. বিদেশি ধাতু কোনটি? (ক) ছাষ্ (খ) ডর্ (গ) গড়্ (ঘ) বুধ্
৩৮. সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
(ক) শূন্য (খ) ষষ্ঠী (গ) দ্বিতীয় (ঘ) চতুর্থী
৩৯. ‘আলপিন’ কোন ভাষার শব্দ?
(ক) পর্তুগিজ (খ) ওলন্দাজ (গ) গুজরাটি (ঘ) তুর্কি
৪০. ‘রোগ হলে ওষুধ খাবে’— ভবিষ্যৎকালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে?
(ক) বিধান (খ) আদেশ (গ) অনুরোধ (ঘ) অনুনয়
৪১. ‘সৎ পাত্রে কন্যা দান’—‘সৎ পাত্রে’ পদটিতে কোন কারকে কোন বিভক্তির প্রয়োগ হয়েছে?
(ক) কর্মে সপ্তমী (খ) অপাদানে সপ্তমী
(গ) করণে সপ্তমী (ঘ) সম্প্রদানে সপ্তমী
৪২. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
(ক) শব্দ বিভক্তি (খ) ক্রিয়া বিভক্তি (গ) প্রত্যয় (ঘ) উপসর্গ
৪৩. বাংলাদেশ ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা ভাষা?
(ক) আসাম (খ) পশ্চিমবঙ্গ (গ) গুজরাট (ঘ) উত্তর প্রদেশ
৪৪. ‘পকেটমার’ শব্দটি কোন শ্রেণীর?
(ক) তৎসম (খ) দেশি (গ) বিদেশি (গ) মিশ্র
৪৫. ‘এ পথে চলা যায় না’—বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
(ক) কর্মবাচ্য (খ) কর্মকর্তৃবাচ্য (গ) কর্তৃবাচ্য (ঘ) ভাববাচ্য
৪৬. সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহূত হয় তার নাম কী?
(ক) দাঁড়ি (খ) কোলন (গ) সেমিকোলন (ঘ) কমা
৪৭. ‘ইঁদুর কপালে’-এর বিপরীত বাগ্ধারা কোনটি?
(ক) অদৃষ্টের পরিহাস (খ) একাদশে বৃহস্পতি
(গ) অন্ধকারে লেখা (ঘ) কেউ ফেরৎ
৪৮. বাংলা চিঠিপত্র রচনার পেছনে কোন ভাষার প্রভাব বিদ্যমান?
(ক) সংস্কৃত (খ) ফারসি (গ) বৈদিক (গ) ইংরেজি
৪৯. ‘দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে’—বাক্যটিতে অনুসর্গ ব্যবহূত হয়েছে—
(ক) প্রাতিপদিকের পরে (খ) বিশেষণের পরে
(গ) বিভক্তিযুক্ত শব্দের আগে (ঘ) প্রাতিপদিকের আগে
৫০. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়?
(ক) ফল (খ) ফলা (গ) ফলাই (ঘ) ফলের।

সঠিক উত্তর: ১। ঘ ২। খ ৩। ক ৪। ক ৫। ক ৬। ঘ ৭। ক ৮। খ ৯। ক ১০। খ ১১। গ ১২। ক ১৩। গ ১৪। গ ১৫। ক ১৬। ক ১৭। গ ১৮। খ ১৯। ঘ ২০। গ ২১। গ ২২। গ ২৩। গ ২৪। ক ২৫। ঘ ২৬। ঘ ২৭। খ ২৭। খ ২৮। গ ২৯। ক ৩০। খ ৩১। ঘ ৩২। ঘ ৩৩। গ ৩৪। গ ৩৫। খ ৩৬। ক ৩৭। খ ৩৮। খ ৩৯। ক ৪০। ক ৪১। ঘ ৪২। ঘ ৪৩। খ ৪৪। ঘ ৪৫। ঘ ৪৬। ঘ ৪৭। খ ৪৮। ঘ ৪৯। ক ৫০। খ।


অধ্যায়-১৩
৮. গ্লুবার লবণের কেলাস কোনটি?
(ক) CuSO4. 10H2O (খ) CuSO4. 5H2O
(গ) Na2SO4. 10H2O (ঘ) NH4SO4. 5H2O
৯. পটাশিয়াম সুপার অক্সাইডের সংকেত কোনটি?
(ক) KO (খ) K2O (গ) KO2 (ঘ) KO3
১০. কোনটি দ্বি-লবণ?
(ক) ব্লু ভিট্রিওল (খ) পটাশ এলাম
(গ) ইপসম লবণ (ঘ) সবুজ ভিট্রিওল
১১. ম্যাগনেসিয়াম উজ্জ্বল রুপালি বর্ণের ধাতু. এর গলনাঙ্ক হচ্ছে—
(ক) 650°C (খ) 550°C (গ) 560°C (ঘ) 1000°C
১২. ইপসম লবণের সংকেত কী?
(ক) ZnSO4. 5H2O (খ) CuSO4. 5H2O
(গ) MgSO4. 7H2O (ঘ) FeSO4. 7H2O
১৩. সোডিয়াম অক্সালেট দ্রবণ যোগে কোন ধাতুর লবণের দ্রবণ হতে সাদা অধঃক্ষেপ সৃষ্টি হয়?
(ক) ক্যালসিয়াম (খ) ম্যাগনেসিয়াম (গ) পটাশিয়াম (ঘ) সোডিয়াম
১৪. নিচের কোনটি স্ল্যাকেড লাইম
(ক) KOH (খ) NaOH (গ) CaO (ঘ) Ca(OH)2
১৫. ব্লিচিং পাউডারের সংকেত কোনটি?
(ক) Ca(OH)Cl (খ) Ca(OCl)Cl
(গ) Ca(OCl2)Cl (ঘ) Ca(Cl2O)Cl
১৬. কোনটি সাদা ভিট্রিওয়লের সংকেত?
(ক) ZnSO2. 3H2O (খ) ZnSO4. 5H2O (গ) ZnSO4. 7H2O (ঘ) NzSO4. H2O
১৭. নিচের কোন অক্সাইড উভধর্মী?
(ক) ZnO (খ) Na2O (গ) MgO (ঘ) K2O
১৮. লাল লেড কোনটি?
(ক) PbO (খ) PbO2 (গ) Pb3O4 (ঘ) PbCrO4
১৯. কোন ধাতুর লবণ শিখা পরীক্ষায় সবুজাভ নীল রং প্রদর্শন করে?
(ক) সোডিয়াম (খ) পটাশিয়াম (গ) কপার (ঘ) ক্যালসিয়াম
২০. কোনটিকে ব্লু ভিট্রিওয়ল বলে?
(ক) ZnSO4. 7H2O (খ) FeSO4. 7H2O
(গ) CuSO4. 5H2O (ঘ) CaSO4. 2H2O
২১. চুনের সঙ্গে পানি যোগ করলে—
i. তাপ উৎপন্ন হয় ii. তাপ শোষিত হয় iii. কলিচুন উৎপন্ন হয়
কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii
২২. 2Na+H2 2NaH
উপরিউক্ত বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোজেন থাকে—
i. ধনাত্মক আয়ন হিসেবে ii. ঋণাত্মক আয়ন হিসেবে
iii. চার্জহীন অবস্থায়
কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
২৩. বৈদ্যুতিক তার হিসেবে অ্যালুমিনিয়াম ব্যবহূত হওয়ার কারণ হলো—
i. অ্যালুমিনিয়াম বিদ্যুৎ সুপরিবাহী
ii. এটি লোহা বা ইস্পাত অপেক্ষা ভারী
iii. কপার অপেক্ষা অ্যালুমিনিয়ামের দাম কম
কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
অধ্যায়-১৪
১. কোনটি বহুরূপী মৌল?
(ক) কার্বন (খ) হিলিয়াম (গ) হাইড্রোজেন (ঘ) অ্যালুমিনিয়াম
২. কোনটি কার্বনের রূপভেদ নয়?
(ক) কার্বাইড (খ) ভুসা (গ) হীরক (ঘ) গ্রাফাইট
৩. কোকা-কোলা, পেপসিকোলা প্রভৃতি বোতলের মুখ খুললে কোন গ্যাসের বুদ্বুদ তৈরি হয়?
(ক) CO2 (খ) NO2 (গ) SO2 (ঘ) H2
৪. মৃদু পানীয় যেমন: কোকা-কোলা, পেপসি প্রভৃতিতে কোন গ্যাসটি ব্যবহূত হয়?
(ক) CO (খ) CO2 (গ) SO2 (ঘ) N2
৫. কোন গ্যাস অগ্নিনির্বাপক হিসেবে ব্যবহূত হয়?
(ক) CO (খ) CO2 (গ) H2 (ঘ) O2
৬. কোন যৌগটি খুবই বিষাক্ত?
(ক) কার্বন ডাই-অক্সাইড (খ) সিলিকন ডাই-অক্সাইড
(গ) অ্যামোনিয়া (ঘ) কার্বন মনোক্সাইড
৭. নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতে কোনটি ব্যবহূত হয়?
(ক) CO2 (খ) NO2 (গ) SO2 (ঘ) NH3
৮. ব্যুরেট ও পিপেট তৈরিতে কোনটি ব্যবহূত হয়?
(ক) লেড অক্সাইড (খ) ক্রোমিয়াম অক্সাইড
(গ) বোরন অক্সাইড (ঘ) পটাশিয়াম অক্সাইড
৯. কোন গ্যাসের বর্ণ বাদামি?
(ক) CO2 (খ) CO (গ) NO (ঘ) NO2
১০. সব ধাতুর কোন লবণ পানিতে দ্রবণীয়?
(ক) কার্বনেট (খ) নাইট্রেট (গ) ফসফেট (ঘ) সালফেট
১১. বলয় পরীক্ষার সাহায্যে নিচের কোন আয়নের উপস্থিতি নিশ্চিতভাবে প্রমাণিত হয়?
(ক) NO3- (খ) SO42- (গ) CO32- (ঘ) S2-
# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর: অধ্যায়-১৩: ৮. গ ৯. গ ১০. খ ১১. ক ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. গ ২০. গ ২১. গ ২২. খ ২৩. খ।
অধ্যায়-১৪: ১. ক. ২. ক. ৩. ক. ৪. খ. ৫. খ. ৬. ঘ. ৭. ক. ৮. গ. ৯. ঘ. ১০. খ. ১১. ক।

অধ্যায়-১৬
১. ডিটারজেন্ট কোন ধরনের পদার্থ?
ক. সিনথেটিক-জাতীয় খ. তৈল-জাতীয়
গ. ক্ষারীয় ঘ. অম্লীয়
২. সাবানের মূল উপাদান কোনটি? ক. রঞ্জক
খ. সুগন্ধি গ. কস্টিক সোডা ঘ. সোডিয়াম সিলিকেট
৩. গোসলের জন্য কোন সাবান ব্যবহার করা হয়?
ক. লন্ড্রি সাবান খ. ফ্লেইক সাবান
গ. শেভিং সাবান ঘ. টয়লেট সাবান
৪. প্লাস্টিকের চেয়ার পরিষ্কার করতে কোনটি ব্যবহূত হয়? ক. বার সাবান খ. মেটাল পলিশ
গ. উইন্ডো ক্লিনার ঘ. অ্যালকোহল-জাতীয় তরল
৫. সাবানের চেয়ে ডিটারজেন্ট ব্যবহারের সুবিধা বেশি. কারণ কী?
i. টিউবওয়েলের পানিতে উত্তম ফেনা দেয়
ii. ঠান্ডা পানিতে দ্রুত গলে যায়
iii. কঠিন তলের ভেতর প্রবেশ করে ময়লা পরিষ্কার করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬. শেভিং সাবানের উপাদান কোনটি?
ক. কস্টিক পটাশ খ. কস্টিক সোডা
গ. সিলিকেট ঘ. সোপ স্টোন পাউডার
৭. লন্ড্রি সাবানের উপাদান কোনটি?
ক. কস্টিক সোপ খ. কস্টিক পটাশ
গ. স্টিয়ারিক এসিড ঘ. তেল
৮. কোন সাবানে অতিরিক্ত স্টিয়ারিক এসিড ব্যবহূত হয়?
ক. দানা সাবান খ. শেভিং সাবান
গ. লন্ড্রি সাবান ঘ. টয়লেট সাবান
৯. উদ্ভিজ্জ তেল কোন সাবানের উপাদান?
ক. লন্ড্রি সাবান খ. টয়লেট সাবান
গ. দানা সাবান ঘ. শেভিং সাবান
১০. কোন সাবানে সাধারণত সুগন্ধ ও জীবাণুনাশক থাকে না? ক. লন্ড্রি সাবান খ. দানা সাবান
গ. শেভিং সাবান ঘ. টয়লেট সাবান
১১. লন্ড্রি সাবানের উপাদান কী?
i. চর্বি ii. রঞ্জক iii. কস্টিক সোডা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. শেভিং সাবান কী? i. পেস্টের মতো নরম
ii. প্যাকেটে বাজারজাত করা হয়
iii. দীর্ঘস্থায়ী ফেনা সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুমনদের পুকুরে গ্রামের সবাই গোসল করে, কাপড় পরিষ্কার করে এবং রান্নার পানি সংগ্রহ করে. কিছুদিন পর দেখা গেল পুকুরের মাছ মারা যাচ্ছে এবং পানি দূষিত হয়ে পড়ছে।
১৩. মাছগুলো মারা যাওয়ার জন্য কোন কারণটি সবচেয়ে দায়ী?ক. অনেক মানুষের গোসল করা
খ. পুকুরের পানি পচে যাওয়া
গ. অধিক পরিমাণে সাবান ও ডিটারজেন্ট ব্যবহার করা
ঘ. পানির ওপর সাবানের ফেনা ভেসে থাকা
১৪. মাছের মৃত্যু ও পানিদূষণ রোধে গ্রামের লোকদের কী উচিত ?
i. কম সাবান ব্যবহার করা
ii. কাপড় কাচতে ডিটারজেন্ট ব্যবহার করা
iii. পানি তুলে নিয়ে নির্দিষ্ট জায়গায় কাপড় পরিষ্কার করা
কোনটি সঠিক? ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii
# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর: অধ্যায়-১৬: ১. ক ২. গ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. ক ৮. খ ৯. খ ১০. ক ১১. ঘ ১২. খ ১৩. গ ১৪. খ।