শনিবার, ২২ অক্টোবর, ২০১১

ভ্রমনে সুস্থ থাকুন


এখন চলছে ভ্রমনের মৌসুমএই লেখা যখন আপনার হাতে - হতে পারে আপনি তখন ব্যাগপত্র গুছিয়ে ভ্রমনেহতে পারে বাসে কিংবা ট্রেনেঅথবা প্রস্তুুতি নিচ্ছেন বেরিয়ে পড়বারশীত ভ্রমনের জন্য উপযুক্ত সময়তবে ভ্রমনে হতে পারে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যাঅসুখ বিসুখে ভ্রমনের আনন্দটাই যেন মাটি না হয়ে যায় তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া দরকার 

মোশন সিকনেস: মোশন সিকনেস' ভ্রমনের একটি অন্যতম প্রধান সমস্যা'মোশন সিকনেস' মূলত মস্তিকের এক ধরনের সমস্যাবিশেষ করে বাস, প্রাইভেটকার বা এ জাতীয় অন্যবাহন গুলিতে এ সমস্যা হয়শরীরের অন্তঃকর্ণ আমাদের শরীরের গতি ও জড়তার ভারসাম্য রক্ষা করেযখন গাড়ীতে চড়ি তখন অন্তঃকর্ণ মস্তিষ্কে খবর পাঠায় যে সে গতিশীলকিন্তুু চোখ বলে ভিন্ন কথাকারণ তার সামনের বা পাশের মানুষগুলো কিংবা গাড়ীর সিটগুলো তো স্থিরচোখ আর অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতার ফলে তৈরী হয় 'মোশন সিকনেস''মোশন সিকনেস' এ বমির ভাব হয়সেই সাথে মাথা ঘোরা, মাথা ধরা প্রভৃতিমোশন সিকনেস থেকে বাঁচার উপায় হলো, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকাবড় বড় শ্বাস নিতে হবেপ্রয়োজন হলে চোখ বুজে থাকুনবই পড়বেন না বা স্থির কোন কিছুর দিকে তাকিয়ে থাকবেন নাআদা চিবাতে পারেনমোশন সিকনেসে কাজে দেবেভ্রমনে যাদের বেশী সমস্যা হয় তারা গাড়ীতে ওঠার আধঘন্টা আগে ডমপেরিডন জাতীয় ওষুধ খেয়ে নিতে পারেন

ট্রাভেলার্স ডায়রিয়া: ভ্রমনের খুব কমন একটি সমস্যাবেশ কয়েকপদের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে এটি হয়সাধারণত: বিভিন্ন ধরনের খাবার যেমন অল্প সিদ্ধ মাংস, সি ফুড, অপাস্তরিত দুধ এবং দুগ্ধ জাত খাবার, পানি ইত্যাদির মাধ্যমে এটি ছড়ায়তাই খাবার এবং পানির ব্যাপারে সাবধান থাকুন 

ডিপ ভেইন থ্রম্বসিস: দীর্ঘ ভ্রমনে আরেকটি সমস্যা হল 'ডিপ ভেইন থ্রম্বসিস'অনেকক্ষন বসে থাকলে শরীরের গভীর অংশের শিরাগুলোতে রক্ত জমাট বেঁধে থ্রম্বাস তৈরী হয়এই থ্রম্বাস গুলো ব্রেইনে চলে গেলে স্ট্রোক পর্যন্ত হতে পারেতাই দর্ীঘ ভ্রমনে একটানা বসে না থেকে একটু হাঁটাচলা করুনসম্ভব না হলে জায়গায় বসেই হাত পা নাড়-নএই সমস্যাটা বয়স্কদের বেশী হয় 

ভ্রমন যখন পাহাড়ে: বাংলাদেশের পাহাড়ী এলাকায় ভ্রমনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো ম্যালেরিয়াতাই পার্বত্য এলাকায় ভ্রমনের পূর্বেই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ম্যালেরিয়ার প্রতিরোধক ওষুধ খেয়ে নেওয়া যেতে পারেপ্রয়োজনে মশা নিধনকারী সপ্রে বা এরোসল, মশারী ব্যবহার করবেনআকাশে ভ্রমন যখন: আকাশ ভ্রমনে সমস্যা হয় উচ্চতার কারণেআমরা জানি একটি নির্দিষ্ট উচ্চতার পরে বাতাসে অক্সিজেনের চাপ কমতে থাকেমানব শরীরে অক্সিজেনের চাপের সাথে বাতাসের এই অক্সিজেনের চাপের তারতম্য শরীরে নানারকম প্রতিক্রিয়া সৃষ্টি করে যেমন মাথাঘোরা, কানে তালালাগা, বমির ভাব হওয়াএই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেনচুইংগাম চাবানো, ঘনঘন ঢোক গিলা, জুস খাওয়া ইত্যাদি হতে পারে এর সমাধানতবে যাদের শ্বাস কষ্ট, হার্টের অসুখ, বুকে ব্যথা (এনজাইনা) প্রভৃতি সমস্যা আছে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো আরো জটিল হতে পারেঠান্ডা, সর্দি নাক বন্ধ থাকলে বিমান ভ্রমন অস্বস্তিকর হতে পারেবেড়ে যেতে পারে সাইনাসের সংক্রমণতাই আগেভাগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত

শিশু ও সুস্থ থাকুক: ভ্রমনে শিশুদের প্রতি বাড়তি যত্নের প্রয়োজনঠান্ডা, সর্দি, শ্বাসনালীর ইনফেকশন শিশুদের সেই সাথে আপনাদের ভ্রমনের আনন্দকে মাটি করে দিতে পারেকোন ভাবেই ঠান্ডা লাগানো যাবেনা গরম কাপড় মাফলার কান টুপি নিশ্চিত করুনবাইরের খাবার হতে সাবধানপ্যারাসিটামল, এন্টিহিসটামিন, নাকের ড্রপ সাথে রাখতে পারেনডাক্তার বললে কমন কিছু এন্টিবায়েটিকও রাখতে পারেন 

আন্ত:দেশীয় ভ্রমনে: দেশ ভেদে অসুখ-বিসুখের ধরন ও মাত্রা বিভিন্নযে দেশে যাবেন সে দেশের অসুখ বিসুখ সমর্্পকে আগে থেকেই তথ্য নেবেনপ্রয়োজনে ভ্যাকসিন দিয়ে নিবেনহেপাটাইটিস এ, হেপাটাইটিস -বি, টাইফয়েড, চিকেন পক্স, ইয়েলো ফিভার (যে সব দেশে ইয়োলো ফিভারের প্রকোপ আছে সে দেশের ক্ষেত্রে) প্রভৃতি ভ্যাকসিন সম্ভব হলে দিয়ে নেবেনসেসব দেশের আবহাওয়া ও তাপমাত্রা সমর্্পকে আগেভাগে জেনে নেবেনপ্রয়োজনে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন

আরো কিছু টিপস: ০০ ভ্রমনে এসিডিটি হতে পারেআগে থেকেই এসিডিটির ওষুধ সাথে রাখুন০০ উচ্চ রক্তচাপের রোগীরাও বিশেষ সর্তক থাকবেনভ্রমনের দু'একদিন আগে ব্যক্তিগত চিকিৎসকের চেম্বার ঘুরে আসুন০০ ডায়বেটিসের রোগীদের জন্যও একই পরামর্শডায়াবেটিসের রোগীরা ভ্রমন কালীন সময়ে সাথে গস্নুকোজ গোলানো পানির বোতল রাখুনসুগার কমে 'হাইপোগস্নাইসোমিয়া' হয়ে যেতে পারে যে কোন সময়০০ হাতের কাছে বিশুদ্ধ পানির বোতল রাখুনঅনিরাপদ খোলা পানি খাবেন না০০ বাইরের খাবারের ব্যাপারে সাবধান থাকবেনঅল্প সিদ্ধ মাংস, অপাস্তুরিত দুধ খাবেন না০০ আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কমন কিছু এন্টিবায়েটিক সহ জরুরি কিছু ওষুধ সাথে রাখুন০০ একটা ট্রাভেল কিট বানিয়ে নিতে পারেন যেখানে থাকবে প্রয়োজনীয় ওষুধসহ, গজ, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক মলম বা সলু্যশন০০ ভ্রমনের ধরন এবং আবহাওয়া অনুযায়ী পোষাক নির্বাচন করুনজুতার ব্যপারে বাড়তি মনোযোগ প্রয়োজনআরামদায়ক কেডস হলে ভালো হয়মেয়েরা হিল জুতা ব্যবহার না করলেই ভালো 

আপনার ভ্রমন আনন্দময় হোকঅসুখ যেন ভ্রমনের সুখকে বিঘি্নত না করে 
\

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন