বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১


> বাংলাদেশে প্রথম ২৩ জানুয়ারি, জনতা ব্যাংক সুদমুক্ত কৃষিঋণ বিতরণ করেন।
> ১০ মার্চ ২০১০ পুঁজি বাজারে প্রথম যে ব্যাংকের সহযোগী বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে এবি ইনভেষ্টমেন্ট ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে : এবি ব্যাংক লিমিটেড।
> ২৮ ফেব্রুয়ারি ২০১০ দেশের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রথম ইসলামী ব্যাংকিং ইউনিট চালু করে : অগ্রণী ব্যাংক লি.।
> দেশের ওষুধ শিল্পের জন্য পৃথক শিল্প পার্ক নির্মিত হচ্ছে : মুন্সিগঞ্জের বাউশিয়ায়।
> আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা অবস্থিত : সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
> দেশের অষ্টম এবং চট্টগ্রামের দ্বিতীয় ইপিজেডের নাম : কর্ণফুলী ইপিজেড।
> দেশের প্রথম রেফ্রিজারেটর কারখানা স্থাপিত হয়েছে : কালিয়াকৈর, গাজীপুর।
> দেশের তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রথম অনলাইন ভিডিও পোর্টালের নাম:
tv.techzoom24.com (উদ্বোধন ৭ আগষ্ট ২০১০)।
বাংলাদেশ>>
> পাটের জন্মরহস্য উদ্ভাবনের গবেষণা দলের প্রধান : ড. মাকসুদুল আলম।
> ‘সামাজিক ব্যবস্থা’ তত্ত্বের উদ্ভাবক : ড. মুহাম্মদ ইউনূস।
> জাতীয় মূল্য সংযোজন (মূসক) বা ভ্যাট (VAT) দিবস : ১০ জুলাই।
> বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম।
> মহামায়া কৃত্রিম লেক অবস্থিত : মিরসরাই (চট্টগ্রাম)।
> দেশে অনলাইনে জিডি(General Diary-GD) কার্যক্রম শুরু হয় : ৫ মার্চ ২০১০।
> বাংলাদেশে ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরি রয়েছে : ২টি (মহাখালী ও চট্টগ্রাম)।
> বাংলাদেশের দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের স্বাস্থ্যসেবা
ও সেবা কেন্দ্রগুলোর পরিচিতির (লোগো) : রংধনু।
> দেশীয় পশু-পাখির জাত নির্ণয়ে ডিএনএ ফিঙ্গার প্রিন্ট-এর উদ্ভাবক: ড. ওমর ফারুক
> বাংলা একাডেমীর মূল ভবনে ভাষা আন্দোলন জাদুঘর উদ্বোধন হয়: ১ ফেব্রুয়ারি ২০১০





> ডায়াবেটিক রোগীদের জন্য উদ্ভাবিত ‘ডায়াবেটিক বাউ আম-৩’ এর উদ্ভাবক:
প্রফেসর ড. মো. আবদুর রহিম।
> ৮ জুন ২০১০ দেশে প্রথম যকৃত প্রতিস্থাপন করা হয় যে ব্যক্তির দেহে: ইরশাদ আহমেদ।
> হাইটেক পার্ক যে মন্ত্রণালয়ের অধীন : বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
> ‘রিএকশন ডিফিউজার’ যন্ত্রের সাহায্যে জলীয় দ্রবণে ইলেকট্রোলাইট
যৌগের ‘ডিফিউজার সূত্র’ এর আবিষ্কারক : অধ্যাপক আবুল খায়ের।
> প্রথম বাংলাদেশী হিসেবে শূন্য অভিকর্ষে ভাসেন : এফ আর সরকার।
1. বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে কতটি? B. 153
2. সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে? C. তৃতীয়
3. ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদুত কে? A. স্যার সৈয়দ আহমদ খান
4. বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে
অগ্রণী ভূমিকা পালন করেন? D. নওয়াব আব্দুল লতিফ
5. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? [সঠিক উত্তরঃ তানভীর করিম]
6. ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভাষ্কর্য কোনটি? C. মুক্তবাংলা
7. চিংড়ী গবেষণা কেন্দ্রঃ D. বাগেরহাট
8. দেশীয় আইনে কত দৈর্ঘ্যের কম রুই মাছ ধরা নিষেধ? B. 23 cm
9. ভ্যাটিক্যান সিটি কোন দেশের সীমারেখায় অবস্থিত? D. ইতালী
10. ইউক্রেন কত সালে পারমাণবিক অস্ত্রহীন দেশ বলে বিবেচিত হয়? B. 1996
11. ফ্রান্সের সিনেটে আসন সংখ্যাঃ [সঠিক উত্তর 348]
12. ক্যাম্প ড্ডেভিট চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? A. মিশর-ইসরায়েল
13. কিয়োটা চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশে? D. জাপান
14. হেবরন মসজিদ কোথায় অবস্থিত? D. ইসরায়েল
15. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে ছিল? D. ইরাক
প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়_ -> ওসাকাকে (জাপান)।
প্রাচীনতম সংসদীয় গণতন্ত্র প্রচলিত আছে কোন দেশে? -> ব্রিটেনে ।
ভারতে অবস্থিত বাংলদেশের ছিটমহলগুলি কোন কোন জেলার অন্তর্গত- -> লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা।
সবচেয়ে পূর্বে অবস্থিত থানা- -> থানচি ( বান্দরবান ) ।
সবচেয়ে উত্তরের স্থান- -> বাংলাবান্ধা ( পঞ্চগড়)।

study

1. Synonym of "Tedious" is: D. boring
2. Chose correct Spelling: A. Britannica
3. You are taking the admission test, ________? C. aren't you?
4. Diamond Cuts Diamond D. রতনে রতন চেনে
5. To bake fish, ........ from one to another. D. brush it with
6. A child in the first grade to be _____ all of the other
children in the class. A. the same old to
7. আমি তাকে জিজ্ঞেস করলাম সে আমাকে চিনে কিনা?
[All options are wrong]
8. Neither of them went, ______? D. did they?
9. No player and no spectator _____ present. A. was
10. The president usually ............. unless his press
secretary approves it. B. doesn't make a statement
11.The percentage of honest persons ___ not good. A. is
12. Synonym of "Turmoil" is: A. uproar
13. When your body does not get _____ it cannot
make the glucose it needs. A. enough food
14. Choose correct spelling: D. Benevolence
15. সে দিন এনে দিন খায় A. He lives from hand to mouth
‎>প্রশ্ন: একটি শাড়ির মূল্যের ধারাবাহিক দুইবার 20% বাট্টা কাটলে ৮০০ টাকার বিক্রয় মূল্য কত?
উত্তর ২০+২০ = ৪০, এখন ২০×২০ = ৪০০ কে ১০০ দিয়ে ভাগ করে ৪০ থেকে ৪ বাদ দিলে ৩৬% । মোট টাকার উপর ৩৬% কেটে বাদ দিলেই ৫১২ টাকা বিক্রয় মূল্য!!

>প্রশ্ন: যদি ২০% বিক্রয় বাট্টা এবং ৩% নগদ বাট্টা হয় তবে কার্যকরী বাট্টার হার কত?
উত্তর (২০+৩)-(২০*৩/১০০) = ২২.৪% হয়ে গেল।

remix

> সংস্থা/সংগঠন : ফিফা
প্রতিষ্ঠাকাল : ২১ মে ১৯০৪
সদর দপ্তর : জুরিখ, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা : ২০৮
> সংস্থা /সংগঠন : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল
প্রতিষ্ঠাকাল : ১৫ জুন ১৯০৯
সদর দপ্তর : দুবাই, সংযুক্ত আরব আমিরাত
সদস্য সংখ্যা : ১০৪
> সংস্থা /সংগঠন : আন্তর্জাতিক অলিম্পিক কমিটি
প্রতিষ্ঠাকাল : ২৩ জুন ১৮৯৪
সদর দপ্তর : লুজান, সুইজারল্যান্ড
সদস্য সংখ্যা : ২০৫               


গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:-
>অনু-বৃহৎ
>অধমর্ণ-উত্তমর্ণ
>আগম-লোপ
>আবাহন-বিসর্জন
>আঠি-শাস
>আদিষ্ট-নিষিদ্ধ
>আগম-নির্গম
>ইহ-পরত্র
>ইষ্ট-অনিষ্ট
>ঈদৃশ-তাদৃশ
>উপরোধ-অনুরোধ
>উপগত-অপগত
>ঋজু-বক্র
>খতক-মহাজন



সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)

সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)
০১. পঞ্চম আদমশুমারী অনুষ্ঠিত হয়: ১৫-১৯ মার্চ ২০১১।
০২. আদমশুমারী ও গৃহ গণনা কাজের জন্য সমগ্র দেশকে ১৩০ টি জেলায় ভাগ করা হয়
০৩. স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারী হয়-১৯৭৪ সালে।
০৪. বাংলায় প্রথম দশ বছরভিত্তিক আদম শুমারী শুরু হয়-১৮৭২ সালে।
০৫. মার্কিন সরকার প্রথম আদমশুমারী পরিচালনা করে-১৭৯০ সালে।
০৭. ব্রিটেনে প্রথম দশ বছরভিত্তিক আদম শুমারী শুরু হয়-১৮০১ সালে।
০৮. BBS এস পূর্ণ রুপ-Bangladesh Bureau of statics (পরিকল্পনা মন্ত্রনালয়ের অধীনস্থ)
০৯. পঞ্চম আদমশুমারীতে খানা সংক্রান্ত প্রশ্ন আছে-১১টি; ব্যাক্তি সংক্রান্ত প্রশ্ন আছে-১৩টি।
১০. দেশের প্রথম আদমশুমারী অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ছিল-২.৫০%।
১১. আড়িয়াল বিল অবস্থিত-মুন্সিগঞ্জ জেলার পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে।
১২. বিল ডাকাতিয়া অবস্থিত -খুলনা জেলার ডুমুরিয়ায়।
১৩. বাইক্কা বিল অবস্থিত –শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
১৪. বাংলাদেশের বৃহত্তম বিলের নাম-চলনবিল।
১৫. চলনবিলের আয়তন-৩৬৪ বর্গ কিঃমিঃ >

সোমবার, ১২ ডিসেম্বর, ২০১১

model test-1

1. penal code অনুযায়ী কোন ধারার অপরাধের জন্য মৃত্যৃদন্ড দেয়া যায় না ?
৩০২
৩০৩
৩০৪
৩৯৬
2. Cheating –এর সংঙ্ঘা পেনাল কোডের কোন ধারায় আছে ?
৪২০
২১৭
৪১৯
৪১৫
3. দায়রা আদালত কোন অপরাধের বিচার করতে পারে না ?
হত্যা
ডাকাতি
অবৈধ অস্ত্র দখলে রাখা
রাষ্ট্রদ্রোহিতা
4. বেআইনী সমাবেশের জন্য ন্যূনতম কত জনের উপস্থিতি প্রয়োজন ?
৬জন
৪জন
৫জন
৭জন
5. FIR কার নিকট দায়ের করা যায় ?
স্থানীয় ম্যাজিস্ট্রেট
বিচারকারী আদালত
স্থানীয় থানা
কোনটিই নয়
6. গাড়িতে যখন ৮টা বাজে তখন ঘণ্টা এবং মিনিটের কাটা দুটির মধ্যবর্তী কোণটি কত ডিগ্রী ?
৬০ ডিগ্রি
১২০ডিগ্রি
৭০ডিগ্রি
৯০ডিগ্রি
7. দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২ ছোট সংখ্যাটি কত ?



কোনটিই নয়
8. মাছের মাথা হতে কোন ভিটামিন পাওয়া যায় ?

বি
সি
ডি
9. পানি কত ডিগ্রি তায় ফোটে ?
১০০ F
১০০c
১২০F
১২০c
10. ফসল উৎপাদনের জন্য কোন ধরনের মাটি উওম ?
এটেল মাটি
পলি মাটি
বেলে মাটি
দো-আঁশ মাটি
11. কোন শব্দটির লিঙ্গান্তর হয় না ?
সাহেব
বেয়াই
সঙ্গী
কবিরাজ
12. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস-
ব্যাথার দান
বাঁধনহারা
লালসালু
কোনটি নয়
13. মনীসা শব্দের সন্ধিবিচ্ছেদ হলো-
মন+ঈষা
মন+ইসা
মনস+ঈষা
মনস+ইসা
14. সংশপ্তক কার রচনা ?
মুনীর চৌধুরী
শওকত ওসমান
শহিদুল্লাহ কায়সার
জহির রায়হান
15. ’সূর্য’ এর প্রতিশব্দ-
সুধাংশু
শশাংক
আদিত্য
বিধু
16. 'Euro' চালু হয় কোন সনে ?
১৯৯৮
১৯৯৯
২০০০
২০০১
17. ফেয়ার ফ্যাক্স হচ্ছে একটি-
পরিবেশবাদী সংগঠন
বাণিজ্য সংস্থা
সংবাদ সংস্থা
মানবাধিকার
18. বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে-
৫মার্চ
৫জুন
১৫জুলাই
৫মে
19. কোন সালে চীনের নিকট হংকং হস্তান্তর করা হয় ?
১৯৯৫
১৯৯৬
১৯৯৭
১৯৯৮
20. জাতিসংঘ দিবস হচ্ছে-
২৪আগস্ট
২৪সেপ্টেম্বর
২৪অক্টোবর
২৪নভেম্বর
21. Antonym of ‘inimical’ is-
angry
hostile
friendly
indifferent
22. What is the correct preposition in the sentence “The case in -------trail”
on
at
under
for
23. ‘To take somebody for a cruising’ means-
to provide entertainment
to deceive or humiliate a Person
to keep company
to exploit a person
24. Adjective of the word ‘jov’ is-
joyous
enjoy
jolly
joyful
25. Verb of the word ‘false’ is-
falsify
falsehood
falsity
falsity
26. Instead of ‘continue’ which word may be used ?
carry out
carry on
carry of
carry away
27. What is the correct preposition to be used in the following sentence- “The Ambassador called----the president”
at
in
on
none of them
28. ‘Veni, vidi, vici'-this quotation is from Shakespeare’s
Hamlet
Othello
Merchant of Venice
Julius Caesar
29. Which sentence is correct ?
He is as good as mine
He is as good as me
He is as good as myself
He is as good as I
30. কোন শব্দটি ফারসি ?
তকদির
পেরেশান
মুসাফির
মজলুম
31. বার্ষিক ৬% হারে ৯ মাসে ১০০০০০ টাকার উপর সুদ কত হবে ?
৫০০টাকা
৪৫০টাকা
৬০০টাকা
৬৫০টাকা
32. টাইটানিক জাহাজ নিমর্জ্জিত হয় কোন সালে ?
১৯০২
১৯১৮
১৯১২
১৯২২
33. বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ান হয়েছে-
ইতালি
আর্জেন্টিনা
ফ্রান্স
ব্রাজিল
34. রুশ বিপ্লব সংঘটিত হয়-
১৯১৫সালে
১৯১৬সালে
১৯১৭সালে
১৯১৮সালে
35. কোন রাষ্ট Statue of Liberty আমেরিকাকে উপহার দেয় ?
জার্মানি
ফ্রান্স
ইংল্যান্ড
কোনটিই নয়
36. ‘দিন ও রাতের সন্ধিক্ষণ’ এক কথায় কী হবে ?
সায়াহ
সন্ধ্যা
অপরাহ্ন
গোধূলী
37. 'ক্রীতদাসের হাসি’ এর লেখক কে ?
ইমদাদুল হক মিলন
হুমায়ুন আহমেদ
শওকত ওসমান
তসলিমা
38. যিনি ভালব্যাকরণ জানেন’ তিনি হলেন-
ব্যাকরণ বিশেষজ্ঞ
ব্যাকরণবিদ
বৈয়াকরণ
বৈয়াকরণিক
39. ’সমুদ্র্র’ শব্দের সমার্থক নয় কোনটি ?
বারিধি
সিন্ধু
সাগর
তরঙ্গ
40. Pleadings’ এর অর্থ কী ?
আরজী
লিখিত জবাব
আরজী ও লিখিত জবাব
উকিলের বক্তব্য
41. স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশের অস্থায়ী সরকার কোন তারিখে গঠিত হয় ?
২৫র্মাচ
২৬র্মাচ
১৭এপ্রিল
১৬ডিসেম্বর
42. জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে ?
নভেরা আহমেদ
ফজলুল রহমান খান
হামিদুর রহমান
মইনুল হোসেন
43. বাংলাদেশের প্রথম বেসরকারি টিভি চ্যানেল কোনটি ?
চ্যানেল আই
এনটিভি
এটিএন
কোনটিই নয়
44. বাংলাদেশের পতাকা ১৯৭১ সনে প্রথম কোন তারিখে উত্তোলিত হয় ?
৭মার্চ
২মার্চ
২৫মার্চ
২৬মার্চ
45. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়-
১৯২১সালে
১৯২১সালে
১৯০৬সালে
কোনটিই নয়
46. ‘সোজন বাদিয়ার ঘাট’ এর রচিয়তা কে-
কাজীনজরুল ইসলাম
কায়কোবাদ
শামসুর রহমান
জসিম উদ্দীন
47. ‘হাতটান’ এর অর্থ হচ্ছে-
কৃপণ স্বভাব
টাকা পয়সার অভাব
চুরির অভ্যাস
কোনটিই নয়
48. পেনাল কোড-এ কত প্রকার শাস্তির বিধান আছে ?
৩প্রকার
৩প্রকার
৫প্রকার
৬প্রকার
49. দেওয়ানী আদালত প্রতিষ্ঠিত হয়-
Code of civil Procedure অনুযায়ী
Civil Courts Act অনুযায়ী
নির্বাহী আদেশ বলে
কোনটিই নয়
50. জমি থেকে বেদখল হওয়ার পর কতদিনের মধ্যে স্বত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে ?
৬মাস
৩বছর
৬বছর
১২বছর
51. নিম্নবর্ণিত কোন মামলা ad volarem কোর্ট ফি দিতে হবে না
দলিল বাতিল
বণ্টন মামলা
চুক্তি বলবত করণ
দখল পুনুরুদ্ধার
52. সর্বোচ্চ আদালত কর্তৃক বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায় দেয়া হয় কোন সালে ?
১৯৯৬সালে
১৯৯৭সালে
১৯৯৮সালে
১৯৯৯সালে
53. Identify the plural word in the following sentence: " The report on the issue contain data from a secondary source.”
report
issue
data
source
54. choose the appropriate expression for the blank in the following sentence: “A cricket team-------- eleven players.”
made of
includes
contains
consists of
55. The expression ‘out and out’ means-
not at all
whole heartedly
thoroughly
none
56. বায়ুমন্ডলের উচ্চতম স্তর কোনটি ?
ওজোন স্তর
স্ট্রাটোসফিয়ার
এটমোসফিয়ার
আয়োনসফিয়ার
57. সুস্থ অবস্থায় মানব দেহের তাপমাত্রা কত ডিগ্রি ?
৯৭ডিগ্রি F
৯৭.৮ডিগ্রিF
৯৮ডিগ্রিF
৯৮.৪ডিগ্রিF
58. ১কিলোগ্রাম কত পাউন্ডের সমান ?

২.৩২
২.২০

৯৮
59. Seismograph যন্ত্রটি কী মাপার জন্য ব্যবহার হয় ?
আবহাওয়া
বৃষ্টিপাত
ভূমিকম্প
বাতাসের গতি
60. যখন সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ থাকে তখন হয়-
চন্দ্রগ্রহন
সূর্যগ্রহন
অমাবশ্যা
কোনটিই নয়
61. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস-
গোরা
বৌঠাকুরাণীর হাট
শেষের কবিতা
চোখের বালি
62. ‘ততোধিক’ শব্দের সন্ধি বিচ্ছেদ হলো-
তত-ধিক
তত+অধিক
ততঃ+অধিক
তত+ধিক
63. ‘মানুষের মাঝে স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর’-কোন কবির রচিত কবিতার অংশ ?
রবীন্দ্রনাথ ঠাকুর
শামসুর রাহমান
কাজী নজরুল ইসলাম
শেখ ফজলুল করিম
64. ‘সব ক’টি জানালা খুলে দাওনা’ গানটির গীতিকার কে ?
আলতাফ মাহমুদ
আবু হেনা মোস্তফা কামাল
আবু হেনা মোস্তফা কামাল
নজরুল ইসলামবাবু
65. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের কারাদন্ড হয়েছিল ?
বিদ্রোহী
আনন্দময়ীর আগমন
কান্ডারী
অগ্রপথিক
66. ১০ জনে একটি কাজের অর্ধেক করতে পারে ৭দিনে। ঐ কাজটি করতে ৫ জনের কত দিন লাগবে ?
১৪দিনে
২৮দিনে
২০দিনে
৩২দিনে
67. কোন সংখ্যার ৫% হয় ২৫ ?
১৫০
২৫০
৫০০
কোনটিই নয়
68. একটি সংখ্যার এক চতুর্থাংশ হতে চার বিয়োগ করলে ২০ হয় । সংখ্যাটি কত ?
৪৮
২৪
৩৬
৯৬
69. একটি দ্রব্য ৯২ টাকায় বিক্রি করায় বিক্রেতার লাভ হয় ১৫%। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
৭০ টাকা
৮৫টাকা
৯০টাকা
৮০টাকা
70.
1/6
1/4
1/3
1/5
71. কোটি শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ ?
বুদ্ধিজীবি
বুদ্ধিজিবি
বুদ্ধিজীবী
বুদ্ধিজিবী
72. What is the meaning of the word ‘intrepid’-
. Belligerent
Questioning
Fearless
Arrogant
73. Which one is the correct sentence?
Let him and you be witnesses
Let you and him be witnesses
Let you and he be witnesses
Let he and you be witnesses.
74. Noun of the word ‘brief’ is-
Shortness
briefly
brevity
none of these
75. Choose the opposite in meaning of the word ‘arrogant’.
insolent
proud
rude
meek
76. In which of the following sentences ‘with’ has been correctly used ?
I am cross with you
He was trembling with anxiety
He was angry with me
He was affectionate with me
77. What is the most appropriate word for the blank in the following sentence: “One who creates fear as a weapon for power is a------“
terrorist
milltant
extremist
anarchist
78. The passive form of the sentence “Fortune favors the brave” is-
The brave is favored by fortune
The brave were favored by fortune
The brave are favored by fortune
The brave was favored by fortune
79. "Honesty is the best policy.” Here the word ‘honesty’ is a-
common noun
proper noun
abstract noun
material
80. Identify appropriate words for the blank in the sentence-“We supposed the principal---“
a gentleman
.as a gentleman
to be a gentleman
is a gentleman
81. 'নাটিকা’ শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক ?
সমার্থে
বিপরীতার্থে
ক্ষুদ্রার্থে
বৃহদার্থে
82. কোন দেশের জাতীয় পতাকা কোন সময় অর্ধনমিত হয় না ?
ইরাক
ইরান
সৌদি আরব
কুয়েত
83. তেনজিং ও হিলারি কোন সালে এভারেস্ট শৃঙ্গ জয় করেন ?
১৯৫০সালে
১৯৫১সালে
১৯৫২সালে
১৯৫৩সালে
84. নিম্নলিখিত ভগ্নাংশগুলির মধ্যে কোনটির মান সবচেয়ে বড় ?
১/২
৪/৫
১৩/১৫
২৩/৩০
85. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে তিন বছরের বড় এবং তার স্ত্রীর বয়স তার ছেলের বয়সের চার গুণ । চার বছর পরে ছেলের বয়স হবে ১২ বছর । ঐ ব্যক্তির বর্তমান বয়স কত বছর ?
২৫বছর
৩০বছর
৩৫বছর
৩৮বছর
86. "সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের আয়তন অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষের দুটির আয়তনের সমান”-এই সূত্রের উদ্ভাবক কে
নিউটন
গ্যালিলিও
আইনস্টাইন
পিথাগোরাস
87. 'জমিদার দর্পণ’ উপন্যাসটির লেখক-
মুনীর চৌধুরী
মীর মোশাররফ হোসেন
মুহাম্মদ আব্দুল হাই
এস ওয়াজেদ আলী
88. কোটি শুদ্ধ বানান বিশিষ্ট শব্দ ?
বুদ্ধিজীবি
বুদ্ধিজিবি
বুদ্ধিজীবী
বুদ্ধিজিবী
89. "বিদ্বান লোক সকলের শ্রদ্ধার পাত্র”-এটি কোন শ্রেণীর বাক্য ?
যৌগিক
জটিল
সরল
বিষুক্ত
90. ’যা আঘাত পায়নি’ এক কথায় কি হবে ?
অনঘাত
অনাঘাত
অনাঘাতপ্রাপ্ত
অনাহত
91. ’যা ভবিষ্যতে ঘটবে’ অভিব্যক্তিটি এক কথায় –
ভবিষ্য
ভবিষ্যত
ভবিতব্য
কোনটিই নয়
92. Judicial Confession হলো –
আদালতের চার্জ গঠনের সময় দোষ স্বীকার
জনগণের নিকট দোষ স্বীকার
পুলিশের নিকট দোষ স্বীকার
ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধ আসামীর দোষ স্বীকার
93. বর্তমানে সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কত ?
৩০
৪০
৪৫
৫০
94. "প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ”- এই ঘোষণাটি বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ উল্লিখিত হয়েছে –


২৮
৪৪
95. সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে ?
৮০
৯৩
১৪২
১৫০
96. সেন্ট মার্টিন দ্বীপ অন্য কী নামে পরিচিত ?
সোনাদিয়া
নিঝুম দ্বীপ
নারিকেল জিনজিরা
কোটিই নয়
97. UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity হিসাবে আখ্যায়িত করেছে ?
লালনগীতি
কবিগান
বাউলগান
হাসন-রাজার গান
98. শান্তির জন্য নোবেল বিজয়ী ড. ইউনুস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন –
আনোয়ারা
মহিপুর
জোবারা
কোনটিই নয়
99. চেঙ্গী নদী কোন জেলায় অবস্থিত ?
বান্দরবান
খাগড়াছড়ি
পার্বত্য চট্রগ্রাম
সিলেট
100. বাংলাদেশের সংবিধান কার্যকর হয়েছে কোন তারিখে ?
২৬মার্চ ১৯৭১
১৬ডিসেম্বর ১৯৭১
৪নম্বের ১৯৭২
১৬ডিসেম্বর ১৯৭২

রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

*** সংবাদপত্র

*** সংবাদপত্র>>
* ভারতবর্ষের প্রথম মুদ্রিত সংবাদপত্রঃ বেঙ্গল গেজেট
* বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাপত্রঃ সমাচার দর্পণ
* বাঙ্গালি পরিচালিত প্রথম প্রথম সংবাদপত্রঃ বাঙ্গাল গেজেট
* মুসলমান সম্পাদিত প্রথম সংবাদপত্রঃ সমাচার সভারাজেন্দ্র
* বাংলা ভাষায় প্রকাশিত প্রথম দৈনিক সংবাপত্রঃ সংবাদ প্রভাকর
* বাংলাদেশের ভূখন্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রঃ রংপুর বার্তাবহ
* ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্রঃ ঢাকা প্রকাশ
* বাংলাদেশের সবচেয়ে পুরাতন ইংরেজী দৈনিকঃ Bangladesh Observer

সংবিধান সংশোধন

সংবিধান সংশোধন হয়েছে ১৫ বার

শেখ মুজীবুর রহমান = ৪ বার
মনে রাখার উপায় = যুদ্ধ জরুরী, সীমানার জন্য রাষ্ট্রপতি
১) যুদ্ধ= যুদ্ধপরাধীদের বিচার ১৭ই জুলাই ১৯৭৩
২) জরুরী = জরুরী অবস্হা ঘোষনা যা শুধু রাষ্ট্রপতি কর্তৃক (২২ শে সেপ্টেম্বর ১৯৭৩)
৩) সীমানার জন্য= বেরুবাড়ীকে ভারতকে হস্তান্তর (২৮ শে নভেম্বর ১৯৭8)
8) রাষ্ট্রপতি= একদলীয় রাজনীতী বাকশাল (২৫ শে জানুয়ারী ১৯৭৫)

*জিয়াউর রহমান=১ বার*
৫) সামরিক শাসনের বৈধতাঃ
(১৫ আগষ্ট ১৯৭৫ থেকে ৫ই এপ্রিল ১৯৭৯) পর্যন্ত সব বৈধ। (৬ই এপ্রিল ১৯৭৯)

*আবদুর সাত্তার =১ বার*
৬) উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন= ১0ই জুলাই ১৯৮১।

হুসাইন মোহাম্মদ এরশাদ= 8 বার
মনে রাখার উপায়: বৈধ করল ইসলাম দুই নারী
৭) বৈধ করল= নিজেকে অর্থাত্‍ সামরিক শাসন ১০নভেম্বর১৯৮৬
(১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের১০নভেম্বর)
৮) ইসলাম= রাষ্ট্রধর্ম ৭ই জুন ১৯৮৮ ।
৯) দুই= রাষ্ট্রপতি ২ মেয়াদে সীমাবদ্ধ রাখা। ১০ই জুলাই ১৯৮৯ ।
১০) নারী= ৩০টি আসন মহিলা ১০বছরের জন্য সংরক্ষন। ১২ই জুন ১৯৯০।

খালেদা জিয়া=8 বার
মনে রাখার কৌশল: S.S.C
১১) S= সাহাবুদ্দীনের স্বপদে ফিরে যাবার বিধান। ৬ আগষ্ট ১৯৯১
১২) S= সংসধীয় শাসন ব্যবস্থা। ১৯৯১সাল।
১৩) C= caretaker government, ১৯৯৬ সাল
১৪) ১৬ ই মে ২0০৪
মনে রাখার কৌশল: ৪৫টি ছবি তুললে কম অর্থ শপথ করছি ৩বৃদ্ধ
৪৫= নারী আসন বৃদ্ধি ১০বছর
ছবি তুললে=সরকারীভাবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সংরক্ষণ ও প্রদর্শন
কম অর্থ= কমা ব্যবহার, অর্থবিল লেখার পর
শপথ= স্পীকার ব্যর্থ হলে প্রধান নিবার্চনার কমিশনার শপথ পাঠ করাবেন।
৩ বৃদ্ধ= প্রধান বিচারপতি বয়স ৬৫ থেকে ৬৭ তে, PSC CHAIRMAN ৬৫ তে, মহাহিসাব নিরীক্ষক ৬৫ বছরে উন্নীত করা ।
১৫) তত্বাবধায়ক সরকার ব্যবস্হার বিলুপ্তি। ৩০ জুন ২০১১।

শব্দ – (উচ্চারণ) – অর্থ



Frank – (ফ্র্যাঙ্ক্) – সরল।

Frantic – (ফ্র্যান্টিক্) – উন্মত্ত।

Frau – (ফ্রাউ) – (জার্মান শব্দ) বিবাহিত স্ত্রীলোক বা বিধবা।

Fraud – (ফ্রড্) – ছলনা।

Fray – (ফ্রে) – তুমুল কলহ।

Freak – (ফ্রীক্) – খেয়া


#শব্দ – (উচ্চারণ) – অর্থ
Irritant – (ইরিট্যান্ট্) – বিরক্তিকর।

Irritate – (ইরিট্যাট্) – রাগিয়ে দেয়া।

Irruption – (ইরাপশন্) – সহসা প্রবেশ।

Isle – (আইল্) – দ্বীপ।

Islet – (আইলেট্) – ক্ষুদ্র দ্বীপ।
#শব্দ – (উচ্চারণ) – অর্থ

Gnash – (ন্যাশ্) – (দাঁত) কিড়মিড় করা।

Gnat – (ন্যাট্) – ডাঁশ।

Gnaw – (ন) – অনবরত কামড়ানো।

Gnome – (নোম্) – ভূত।

Gnomon – (নৌমন্) – সূর্যঘড়ির কাটা।

Gnu – (নিউ) – আফ্রিকার একজাতীয় বৃহদাকার মৃগ।

Goad – (গোড্) – জন্তু তাড়াইবার লাঠিবিশেষ।

Percent Problems


#Percent Problems
Percent One Number is of AnotherStudents learn to find a percent of a number. For example, to find 65% of 40, first rewrite 65% as the decimal 0.65, and "of 40" means "times 40", so we have 0.65 x 40, which equals 26. So 65% of 40 is 26.
#Using Percent to Find a NumberStudents learn to find the percent one number is of another. For example, to answer the question "54 is what percent of 72?", read the question from left to right. "54 is" means "54 equals", "what percent" means "x", and "of 72" means "times 72". So the equation reads 54 = (x)(72), or 54 = 72x. Next, divide both sides of the equation by 72, to get 0.75 = x. Finally, since "x" means "what percent", change 0.75 to a percent by moving the decimal point two places to the right, to get 75%. So 54 is 75% of 72.
#Percent Increase or DecreaseStudents learn to answer problems in the following form: "8% of what number is 6?" Reading the question from left to right, "8%" means "0.08", "of what percent" means "times x", and "is 6" means "equals 6". So the equation reads (0.08)(x) = 6, or 0.08x = 6. Next, divide both sides of the equation by 0.08, to get x = 75. So 8% of 75 is 6.
#Percent Applications
DiscountStudents solve word problems using the "discount" formula, which states: original price x rate of discount = discount. Students also solve word problems using the "sale price" formula, which states: original price - discount = sale price. For example: A tennis racket marked at $110.50 is on sale at 20% off. What is the discount? What is the sale price? Students also solve word problems using the "rate of discount" formula, which is the same as the percent decrease formula: amount of change/ original number. For example: An old video game is marked down from $48 to $18. What is the rate of discount?
#Percent Applications
Sales TaxStudents solve word problems using the "sales tax" formula, which states: purchase price x sales tax rate = sales tax. Students also solve word problems using the "total price" formula, which states: purchase price + sales tax = total price. For example: The sales tax rate in Iowa City, Iowa, is 7%. How much sales tax is charged on a graphing calculator that costs $82? What is the total price?
Percent Applications
Interest
#Students solve word problems using the "interest" formula, which states: interest = principal x rate x time. For example: How much principal must be invested to earn $471 in 3 years at an interest rate of 10%?

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

পড়াশুনা

# বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয়: ১৯৯৩ সালে।
# বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করেঃ ১৯৯৬ সালে।
# বাংলাদেশে কবে , কোথায় প্রথম সাইবার ক্যাফে চালু হয়? উঃ ১৯৯৯ সালে, বনানীতে।
# ইন্টারনেটের মাধ্যমে কম খরচে ফোন করার প্রযুক্তির নাম কি? উঃ ভিওআইপি।
# বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম কি? উঃ সিটিসেল, ১৯৯৩ সাল।
# বিশ্বের প্রথম ডাক টিকেট চালু হয় কোথায়? উঃ ব্রিটেনে।
# ভারতবর্ষে কখন ডাক টিকেট চালু হয়? উঃ ১৮৭৫ সালে।
# বাংলাদেশে সর্বপ্রথম ডাক টিকেট চালু হয়? ২০ জুলাই, ১৯৭১ সালে।
# বাংলাদেশে ই-পোস্ট সার্ভিস কবে চালু হয়? উঃ ১৬ আগষ্ট, ২০০০।
# বাংলাদেশের প্রথম অনলাইন কুরিয়ার সার্ভিসের নাম কি? উঃ ইজি-পোস্ট।
# বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়? ৪ জানুয়ারী, ১৯৯০।
1. শঠে শাঠাং সমাচারে D. Birds of a same feather flock together
2. ধনীরা সব সময় সুখী নয় D. The rich are not always happy
3. Everybody knows this (Interrogative) B. Who does not know this?
4. Correct Spelling: No One
5. Which one is wrong? D. Ocurs
6. Antonym of "Accord" is: D. Oppose
7. Correct Spelling: B. Recession
8. Melon: Rind Ans: A. Human : Skin
9. Antonym of "Abhor" is: D. Adore
10. Diamond cuts diamond. D. মানিকে মাকিন চেনে
11. Won't you ______ down? A. sit
12. I must go there (Negative) C. I cannot but go there
13. I _______ your notebook on the table. C. have laid
14. Which one is an optative sentence? C. May Allah bless you
15. সে দিন এনে দিন খায় A. He lives from hand to mouth

শনিবার, ২২ অক্টোবর, ২০১১

ভ্রমনে সুস্থ থাকুন


এখন চলছে ভ্রমনের মৌসুমএই লেখা যখন আপনার হাতে - হতে পারে আপনি তখন ব্যাগপত্র গুছিয়ে ভ্রমনেহতে পারে বাসে কিংবা ট্রেনেঅথবা প্রস্তুুতি নিচ্ছেন বেরিয়ে পড়বারশীত ভ্রমনের জন্য উপযুক্ত সময়তবে ভ্রমনে হতে পারে অনেক ধরনের স্বাস্থ্য সমস্যাঅসুখ বিসুখে ভ্রমনের আনন্দটাই যেন মাটি না হয়ে যায় তার জন্য কিছু ব্যবস্থা নেওয়া দরকার 

মোশন সিকনেস: মোশন সিকনেস' ভ্রমনের একটি অন্যতম প্রধান সমস্যা'মোশন সিকনেস' মূলত মস্তিকের এক ধরনের সমস্যাবিশেষ করে বাস, প্রাইভেটকার বা এ জাতীয় অন্যবাহন গুলিতে এ সমস্যা হয়শরীরের অন্তঃকর্ণ আমাদের শরীরের গতি ও জড়তার ভারসাম্য রক্ষা করেযখন গাড়ীতে চড়ি তখন অন্তঃকর্ণ মস্তিষ্কে খবর পাঠায় যে সে গতিশীলকিন্তুু চোখ বলে ভিন্ন কথাকারণ তার সামনের বা পাশের মানুষগুলো কিংবা গাড়ীর সিটগুলো তো স্থিরচোখ আর অন্তঃকর্ণের এই সমন্বয়হীনতার ফলে তৈরী হয় 'মোশন সিকনেস''মোশন সিকনেস' এ বমির ভাব হয়সেই সাথে মাথা ঘোরা, মাথা ধরা প্রভৃতিমোশন সিকনেস থেকে বাঁচার উপায় হলো, জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকাবড় বড় শ্বাস নিতে হবেপ্রয়োজন হলে চোখ বুজে থাকুনবই পড়বেন না বা স্থির কোন কিছুর দিকে তাকিয়ে থাকবেন নাআদা চিবাতে পারেনমোশন সিকনেসে কাজে দেবেভ্রমনে যাদের বেশী সমস্যা হয় তারা গাড়ীতে ওঠার আধঘন্টা আগে ডমপেরিডন জাতীয় ওষুধ খেয়ে নিতে পারেন

ট্রাভেলার্স ডায়রিয়া: ভ্রমনের খুব কমন একটি সমস্যাবেশ কয়েকপদের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের কারণে এটি হয়সাধারণত: বিভিন্ন ধরনের খাবার যেমন অল্প সিদ্ধ মাংস, সি ফুড, অপাস্তরিত দুধ এবং দুগ্ধ জাত খাবার, পানি ইত্যাদির মাধ্যমে এটি ছড়ায়তাই খাবার এবং পানির ব্যাপারে সাবধান থাকুন 

ডিপ ভেইন থ্রম্বসিস: দীর্ঘ ভ্রমনে আরেকটি সমস্যা হল 'ডিপ ভেইন থ্রম্বসিস'অনেকক্ষন বসে থাকলে শরীরের গভীর অংশের শিরাগুলোতে রক্ত জমাট বেঁধে থ্রম্বাস তৈরী হয়এই থ্রম্বাস গুলো ব্রেইনে চলে গেলে স্ট্রোক পর্যন্ত হতে পারেতাই দর্ীঘ ভ্রমনে একটানা বসে না থেকে একটু হাঁটাচলা করুনসম্ভব না হলে জায়গায় বসেই হাত পা নাড়-নএই সমস্যাটা বয়স্কদের বেশী হয় 

ভ্রমন যখন পাহাড়ে: বাংলাদেশের পাহাড়ী এলাকায় ভ্রমনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হলো ম্যালেরিয়াতাই পার্বত্য এলাকায় ভ্রমনের পূর্বেই প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ম্যালেরিয়ার প্রতিরোধক ওষুধ খেয়ে নেওয়া যেতে পারেপ্রয়োজনে মশা নিধনকারী সপ্রে বা এরোসল, মশারী ব্যবহার করবেনআকাশে ভ্রমন যখন: আকাশ ভ্রমনে সমস্যা হয় উচ্চতার কারণেআমরা জানি একটি নির্দিষ্ট উচ্চতার পরে বাতাসে অক্সিজেনের চাপ কমতে থাকেমানব শরীরে অক্সিজেনের চাপের সাথে বাতাসের এই অক্সিজেনের চাপের তারতম্য শরীরে নানারকম প্রতিক্রিয়া সৃষ্টি করে যেমন মাথাঘোরা, কানে তালালাগা, বমির ভাব হওয়াএই সমস্যা থেকে সহজেই মুক্তি পেতে পারেনচুইংগাম চাবানো, ঘনঘন ঢোক গিলা, জুস খাওয়া ইত্যাদি হতে পারে এর সমাধানতবে যাদের শ্বাস কষ্ট, হার্টের অসুখ, বুকে ব্যথা (এনজাইনা) প্রভৃতি সমস্যা আছে তাদের ক্ষেত্রে সমস্যাগুলো আরো জটিল হতে পারেঠান্ডা, সর্দি নাক বন্ধ থাকলে বিমান ভ্রমন অস্বস্তিকর হতে পারেবেড়ে যেতে পারে সাইনাসের সংক্রমণতাই আগেভাগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত

শিশু ও সুস্থ থাকুক: ভ্রমনে শিশুদের প্রতি বাড়তি যত্নের প্রয়োজনঠান্ডা, সর্দি, শ্বাসনালীর ইনফেকশন শিশুদের সেই সাথে আপনাদের ভ্রমনের আনন্দকে মাটি করে দিতে পারেকোন ভাবেই ঠান্ডা লাগানো যাবেনা গরম কাপড় মাফলার কান টুপি নিশ্চিত করুনবাইরের খাবার হতে সাবধানপ্যারাসিটামল, এন্টিহিসটামিন, নাকের ড্রপ সাথে রাখতে পারেনডাক্তার বললে কমন কিছু এন্টিবায়েটিকও রাখতে পারেন 

আন্ত:দেশীয় ভ্রমনে: দেশ ভেদে অসুখ-বিসুখের ধরন ও মাত্রা বিভিন্নযে দেশে যাবেন সে দেশের অসুখ বিসুখ সমর্্পকে আগে থেকেই তথ্য নেবেনপ্রয়োজনে ভ্যাকসিন দিয়ে নিবেনহেপাটাইটিস এ, হেপাটাইটিস -বি, টাইফয়েড, চিকেন পক্স, ইয়েলো ফিভার (যে সব দেশে ইয়োলো ফিভারের প্রকোপ আছে সে দেশের ক্ষেত্রে) প্রভৃতি ভ্যাকসিন সম্ভব হলে দিয়ে নেবেনসেসব দেশের আবহাওয়া ও তাপমাত্রা সমর্্পকে আগেভাগে জেনে নেবেনপ্রয়োজনে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন

আরো কিছু টিপস: ০০ ভ্রমনে এসিডিটি হতে পারেআগে থেকেই এসিডিটির ওষুধ সাথে রাখুন০০ উচ্চ রক্তচাপের রোগীরাও বিশেষ সর্তক থাকবেনভ্রমনের দু'একদিন আগে ব্যক্তিগত চিকিৎসকের চেম্বার ঘুরে আসুন০০ ডায়বেটিসের রোগীদের জন্যও একই পরামর্শডায়াবেটিসের রোগীরা ভ্রমন কালীন সময়ে সাথে গস্নুকোজ গোলানো পানির বোতল রাখুনসুগার কমে 'হাইপোগস্নাইসোমিয়া' হয়ে যেতে পারে যে কোন সময়০০ হাতের কাছে বিশুদ্ধ পানির বোতল রাখুনঅনিরাপদ খোলা পানি খাবেন না০০ বাইরের খাবারের ব্যাপারে সাবধান থাকবেনঅল্প সিদ্ধ মাংস, অপাস্তুরিত দুধ খাবেন না০০ আপনার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কমন কিছু এন্টিবায়েটিক সহ জরুরি কিছু ওষুধ সাথে রাখুন০০ একটা ট্রাভেল কিট বানিয়ে নিতে পারেন যেখানে থাকবে প্রয়োজনীয় ওষুধসহ, গজ, ব্যান্ডেজ, অ্যান্টিসেপটিক মলম বা সলু্যশন০০ ভ্রমনের ধরন এবং আবহাওয়া অনুযায়ী পোষাক নির্বাচন করুনজুতার ব্যপারে বাড়তি মনোযোগ প্রয়োজনআরামদায়ক কেডস হলে ভালো হয়মেয়েরা হিল জুতা ব্যবহার না করলেই ভালো 

আপনার ভ্রমন আনন্দময় হোকঅসুখ যেন ভ্রমনের সুখকে বিঘি্নত না করে 
\

বাড়তি ওজনের বিড়ম্বনা


বাড়তি ওজনের বিড়ম্বনা তো কম নয়একে তো দেখতে বেঢপ লাগে তার ওপর হাজারো স্বাস্থ্যগত সমস্যা আর অসুখ বিসুখের ঝুঁকি তো রয়েছেইকিন্তু এই বাড়তি ওজন কমানো তো একেবারে সহজ কথা নয়ডায়েটিং ব্যায়াম তো আছেই, হাল আমলে ওষুধ-পত্তর আর তথাকথিত সিস্নমিং সেন্টারের শরণাপন্ন হচ্ছেন অনেকেই ওজন কমানোর আশায়কিন্তু এসবে সবাই কি কাঙ্খিত ফল পাচ্ছেন? প্রকৃতপক্ষে চিকিৎসা করে বা ওষুধ খেয়ে মোটা কমানো মোটেও নিরাপদ নয়বরং নানাবিধ ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া আপনাকে অসুস্থ করে তুলবেওজন কমাতে গিয়ে আপনি নিশ্চয়ই অসুস্থ হতে চান না

ডায়েটিং করে ওজনকে নিয়ন্ত্রণ রাখা যায় ঠিকই-কিন্তু বাড়তি ওজন কি আদৌ কমানো যায়তাছাড়া শরীরের স্বাভাবিক কার্যক্রম চালাতে তো খেতে হবেইআসলে ডায়েটিং এর পাশাপাশি এক্সারসাইজ বা নিয়মিত ব্যায়াম করাই হলো ওজন কমানোর কার্যকর পন্থাঅন্তত স্বাস্থ্য গবেষকগণ তাই বলেনকিন্তু এসবেরও নির্দিষ্ট নিয়মকানুন আছে, নির্দিষ্ট মাত্রা আছেআমরা অনেকেই জানি এক পাউন্ড ওজন কমাতে হলে শরীরে ৩৫০০ ক্যালরি পোড়াতে হবেকিন্তু কি পরিমাণ ব্যায়াম করলে আপনার এই উদ্দেশ্য হাসিল হবে? আসুন এই প্রসঙ্গে 

জানা যাক

প্রথম পদ্ধতি:সপ্তাহে চার থেকে

পাঁচ দিন মাঝারি গতিতে ৩০ মিনিট দেঁৗড়ানদেঁৗড়টা হবে এমন গতিতে যেন ৩০ মিনিটে আপনি ৩ মাইল 

পথ পেরুতে পারেনঅথর্াৎ ১০

মিনিটে ১ মাইল

দ্বিতীয় পদ্ধতি: প্রতিদিন ৩০ মিনিট সাইকেল চালান, ঘন্টায় ১২ মাইল বেগেআর প্রতিদিনের খাবারের তালিকা থেকে ২৫০ ক্যালরি ছেঁটে দিনএককাপ চা আর একটা সমুচা 

না খেলেই ২৫০ ক্যালরি

বাদ পড়ে যাবে

এভাবে কিছুদিন অভ্যাস করতে থাকুন- দেখবেন সপ্তাহে এক পাউন্ড করে ওজন কমিয়ে ফেলেছেন

দক্ষিণ আফ্রিকা




আফ্রিকা মহাদেশের সর্ব দক্ষিণে অবস্থিত, দুই দিকে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর দ্বারা পরিবেষ্টিত, বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার জন্মস্থান দক্ষিণ আফ্রিকাবিশ্বের বৃহত্তম স্বর্ণখনি 'উইট ওয়াটারসর্যান্ড' দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অবস্থিতএ ছাড়া হীরক নগরী নামে খ্যাত কিম্বার্লিও দক্ষিণ আফ্রিকায় অবস্থিত 

০০ দে শ প রি চি তি ০০ 

ঐতিহাসিক পটভূমি 

প্রস্তুর যুগের শিকারি-সংগ্রাহক মানুষের বিচরণ ছিল দক্ষিণ আফ্রিকায়১৪ শতকে ইউরোপীয়রা এই অঞ্চলে প্রবেশ করেএখানে বসবাসকারী বান্টু ভাষী মানুষেরা স্বর্ণ ও তামার খনি আবিষ্কার করে এবং পূর্ব আফ্রিকায় সফল বাণিজ্য পরিচালনা করে১৬৫২ সালে উত্তমাশা অন্তরীপে ডাচরা উপনিবেশ স্থাপন করে১৭৯৫ সালে এই অন্তরীপটি ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যায়অভ্যন্তরে গড়ে তোলা অন্যান্য ডাচ উপনিবেশও ১৯০২ সালের মধ্যে ব্রিটিশরা অধিকার করে নেয়ইংরেজরা তীব্রতর দমননীতি চালায় দেশটির আদি অধিবাসীদের উপরবোয়ার উপজাতিগোষ্ঠী ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললেও ১৮৮৯-১৯০২ সাল পর্যন্ত স্থায়ী যুদ্ধে তারা পরাজিত হয়১৯৬১ সালের মধ্যে ব্রিটিশ উপনিবেশগুলো স্বাধীন হয়ে যায়বিশ শতকব্যাপী সংখ্যাগুরু কালো মানুষদের দেশ দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গদের আধিপত্য বজায় ছিল১৯৯৪ সালের নির্বাচনে জয়ী হয়ে কৃষ্ণাঙ্গদের নেতা নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হনএই সালেই দক্ষিণ আফ্রিকা কমনওয়েলথে যোগদান করে 

অবস্থান ও আয়তন

এটি ২৯০০র্০ দক্ষিণ অক্ষাংশ এবং ১৯০০র্০ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিতদেশটির উত্তরে নামিবিয়া, বোটসোয়ানা ও জিম্বাবুইয়ে, উত্তর-পূর্বে মোজাম্বিক ওসোয়াজিল্যান্ড, পূর্বে ভারত মহাসাগর, দক্ষিণে ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর 

আয়তন

দেশটির আয়তন প্রায় ১২,২১,০৩৭ বর্গকিলোমিটারআয়তনের দিক থেকে এটি বিশ্বের ২৫তম বৃহত্তম দেশ 

প্রশাসনিক ব্যবস্থা

দেশটিতে ৯টি প্রদেশ ও ৫২টি জেলা রয়েছে 

উচ্চতম স্থান

দেশটির উচ্চতম স্থান হচ্ছে_চ্যাম প্যাঞ্জর দুর্গনে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১১,১৮১ ফুট উঁচুতে অবস্থিত 

জলবায়ু

দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের আবহাওয়ায় ভূমধ্যসাগরীয় বায়ুর প্রভাব রয়েছেশীতকালে বৃষ্টিপাত হলেও দেশটির অধিকাংশ অঞ্চলে আবহাওয়া গ্রীষ্মমণ্ডলীয়যদিও পূর্ব থেকে পশ্চিমাঞ্চল পর্যন্ত তাপমাত্রা কমবার্ষিক গড় বৃষ্টিপাত ১,০০৮ মিলিমিটার 

প্রধান নদী 

অরেঞ্জ, ভাল, লিমপাপো 

প্রাকৃতিক সম্পদ 

স্বর্ণ, ক্রোমিয়াম, এন্টিমনি, কয়লা, আকরিক লৌহ, ম্যাঙ্গানিজ, নিকেল, হীরক, পস্নাটিনাম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি 
ভস্নাডিভোস্টক 



এটি প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন এবং বর্তমান রাশিয়ার বিখ্যাত সমুদ্র বন্দরজাপান সাগরের তীরে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এর অবস্থানএখানে রাশিয়ার গুরুত্বপূর্ণ নৌ-ঘাঁটি রয়েছেপরাশক্তির ঠান্ডা লড়াইয়ের সময় এই ঘাঁটিটির গুরুত্ব ছিল অপরিসীম