> বাংলাদেশে প্রথম ২৩ জানুয়ারি, জনতা ব্যাংক সুদমুক্ত কৃষিঋণ বিতরণ করেন।
> ১০ মার্চ ২০১০ পুঁজি বাজারে প্রথম যে ব্যাংকের সহযোগী বিনিয়োগ প্রতিষ্ঠান হিসেবে এবি ইনভেষ্টমেন্ট ব্যাংক লিমিটেড যাত্রা শুরু করে : এবি ব্যাংক লিমিটেড।
> ২৮ ফেব্রুয়ারি ২০১০ দেশের যে রাষ্ট্রায়ত্ত ব্যাংক প্রথম ইসলামী ব্যাংকিং ইউনিট চালু করে : অগ্রণী ব্যাংক লি.।
> দেশের ওষুধ শিল্পের জন্য পৃথক শিল্প পার্ক নির্মিত হচ্ছে : মুন্সিগঞ্জের বাউশিয়ায়।
> আদমজী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা অবস্থিত : সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
> দেশের অষ্টম এবং চট্টগ্রামের দ্বিতীয় ইপিজেডের নাম : কর্ণফুলী ইপিজেড।
> দেশের প্রথম রেফ্রিজারেটর কারখানা স্থাপিত হয়েছে : কালিয়াকৈর, গাজীপুর।
> দেশের তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রথম অনলাইন ভিডিও পোর্টালের নাম:
tv.techzoom24.com (উদ্বোধন ৭ আগষ্ট ২০১০)।
বাংলাদেশ>>
> পাটের জন্মরহস্য উদ্ভাবনের গবেষণা দলের প্রধান : ড. মাকসুদুল আলম।
> ‘সামাজিক ব্যবস্থা’ তত্ত্বের উদ্ভাবক : ড. মুহাম্মদ ইউনূস।
> জাতীয় মূল্য সংযোজন (মূসক) বা ভ্যাট (VAT) দিবস : ১০ জুলাই।
> বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক : অধ্যাপিকা হান্নানা বেগম।
> মহামায়া কৃত্রিম লেক অবস্থিত : মিরসরাই (চট্টগ্রাম)।
> দেশে অনলাইনে জিডি(General Diary-GD) কার্যক্রম শুরু হয় : ৫ মার্চ ২০১০।
> বাংলাদেশে ড্রাগ টেষ্টিং ল্যাবরেটরি রয়েছে : ২টি (মহাখালী ও চট্টগ্রাম)।
> বাংলাদেশের দ্বিতীয় আরবান প্রাইমারি হেলথ কেয়ার প্রকল্পের স্বাস্থ্যসেবা
ও সেবা কেন্দ্রগুলোর পরিচিতির (লোগো) : রংধনু।
> দেশীয় পশু-পাখির জাত নির্ণয়ে ডিএনএ ফিঙ্গার প্রিন্ট-এর উদ্ভাবক: ড. ওমর ফারুক
> বাংলা একাডেমীর মূল ভবনে ভাষা আন্দোলন জাদুঘর উদ্বোধন হয়: ১ ফেব্রুয়ারি ২০১০
> ডায়াবেটিক রোগীদের জন্য উদ্ভাবিত ‘ডায়াবেটিক বাউ আম-৩’ এর উদ্ভাবক:
প্রফেসর ড. মো. আবদুর রহিম।
> ৮ জুন ২০১০ দেশে প্রথম যকৃত প্রতিস্থাপন করা হয় যে ব্যক্তির দেহে: ইরশাদ আহমেদ।
> হাইটেক পার্ক যে মন্ত্রণালয়ের অধীন : বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।
> ‘রিএকশন ডিফিউজার’ যন্ত্রের সাহায্যে জলীয় দ্রবণে ইলেকট্রোলাইট
যৌগের ‘ডিফিউজার সূত্র’ এর আবিষ্কারক : অধ্যাপক আবুল খায়ের।
> প্রথম বাংলাদেশী হিসেবে শূন্য অভিকর্ষে ভাসেন : এফ আর সরকার।
1. বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ আছে কতটি? B. 153
2. সংবিধানের কোন অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে? C. তৃতীয়
3. ভারতের মুসলিম জাগরণের প্রথম অগ্রদুত কে? A. স্যার সৈয়দ আহমদ খান
4. বাংলার মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে
অগ্রণী ভূমিকা পালন করেন? D. নওয়াব আব্দুল লতিফ
5. মুজিবনগর স্মৃতিসৌধের স্থপতি কে? [সঠিক উত্তরঃ তানভীর করিম]
6. ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থাপিত ভাষ্কর্য কোনটি? C. মুক্তবাংলা
7. চিংড়ী গবেষণা কেন্দ্রঃ D. বাগেরহাট
8. দেশীয় আইনে কত দৈর্ঘ্যের কম রুই মাছ ধরা নিষেধ? B. 23 cm
9. ভ্যাটিক্যান সিটি কোন দেশের সীমারেখায় অবস্থিত? D. ইতালী
10. ইউক্রেন কত সালে পারমাণবিক অস্ত্রহীন দেশ বলে বিবেচিত হয়? B. 1996
11. ফ্রান্সের সিনেটে আসন সংখ্যাঃ [সঠিক উত্তর 348]
12. ক্যাম্প ড্ডেভিট চুক্তি স্বাক্ষরিত হয় কাদের মধ্যে? A. মিশর-ইসরায়েল
13. কিয়োটা চুক্তি স্বাক্ষরিত হয় কোন দেশে? D. জাপান
14. হেবরন মসজিদ কোথায় অবস্থিত? D. ইসরায়েল
15. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে ছিল? D. ইরাক
প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়_ -> ওসাকাকে (জাপান)।
প্রাচীনতম সংসদীয় গণতন্ত্র প্রচলিত আছে কোন দেশে? -> ব্রিটেনে ।
ভারতে অবস্থিত বাংলদেশের ছিটমহলগুলি কোন কোন জেলার অন্তর্গত- -> লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলা।
সবচেয়ে পূর্বে অবস্থিত থানা- -> থানচি ( বান্দরবান ) ।
সবচেয়ে উত্তরের স্থান- -> বাংলাবান্ধা ( পঞ্চগড়)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন